প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত মূল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করার পূর্বে বিভাগীয় অপশন অনলাইনে প্রদান করতে হবে বলে জানানো হয়।
মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ ২০২৫।
উল্লেখ্য যে, গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে ভর্তির প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। পরবর্তীতে গত ৩ ফেব্রুয়ারি উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় তিন শিফটে ৭৫৫২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহন করেছিলেন মোট ২৪২১১ জন শিক্ষার্থী। এবছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে মোট ১৩ টি বিভাগের জন্য আসন রয়েছে ১৩০৯ টি।
