প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চুয়েট ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে ‘ক’ ও ‘খ’ ইউনিটের জন্য আলাদা তারিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচিত প্রার্থীগণ আগামী ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চুয়েট ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা ‘ক’ ইউনিট
চুয়েট ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা ‘খ’ ইউনিট
উল্লেখ্য যে, এর পূর্বে গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে চুয়েট ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। উক্ত প্রক্রিয়াটি শেষ হয় গত ১৮ জানুয়ারি। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে এবছর ৯ টি বিভাগে মোট ৯৩১ টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে বলে জানানো হয়।