Skip to content

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান PDF

প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান PDF সংক্রান্ত ব্লগে আপনাদের স্বাগতম। সম্প্রতি গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় ১০৫০ টি আসনের বিপরীতে ৪০৯৭৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী আবেদন করেছেন। এবছর ‘C ইউনিটে’ প্রতি আসনের বিপরীতে গড়ে ৪৭ জন প্রার্থী লড়ছেন।

আপনারা জানেন যেকোন প্রতিযোগীতাপূর্ণ পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিগত সালের প্রশ্ন সমাধানের মাধ্যমে মূল পরীক্ষার প্রশ্নের ধরণ, মান-বন্টন এবং সে অনুসারে কিভাবে প্রস্তুতি নিতে হবে এসমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারণা লাভ করা যায়। ফলে সামগ্রিক পরীক্ষা প্রস্তুতি তুলনামূলক সহজ হয়। তাই আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আজকের ব্লগে অথেনটিক রেফারেন্স এবং ব্যাখ্যাসহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করা হলো। পিডিএফটি আপনাদের সুবিধানুযায়ি ডাউনলোড করে কিংবা প্রিন্ট করেও সংরক্ষন করতে পারবেন।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান PDF

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান । Dhaka University C Unit Exam Question Solution 2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান

পরীক্ষার তারিখ- ৮ ফেব্রুয়ারি ২০২৫

মোট নম্বর- ৭২

প্রশ্ন ১. ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’ কোন ধরনের বাক্য?
ক) সরল              খ) যৌগিক
গ) জটিল             ঘ) অতি সরল
সঠিক উত্তর: গ) জটিল

ব্যাখ্যা: দুটি বাক্যের মাঝে কমা হলে যৌগিক ও জটিল বাক্য হতে পারে। তবে জটিল বাক্যে দুটি বাক্য সাপেক্ষ অবস্থায় থাকবে, একটি আরেকটির ওপর নির্ভর করবে, বা কোনো শর্তের অধীন থাকবে।
যেমন:
– তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না। ‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।’
– ‘ধনধান্যে পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা।
‘খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।‘- বাক্যটির ‘খাঁটি সোনার চাইতে খাঁটি’ অংশটি বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।
উৎস : বাংলা একাডেমির আধুনিক ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

প্রশ্ন ২. ‘মিছিল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফারসি            খ) পর্তুগিজ
গ) আরবি             ঘ) তুর্কি
সঠিক উত্তর: ক) ফারসি

ব্যাখ্যা: ♦ মিছিল শব্দটি ‘ফারসি’ ভাষা থেকে এসেছে ♦
মিছিল শব্দটি বিশেষ্য পদ।
অর্থ: ১. শোভাযাত্রা (মহরমের মিছিল)।
২. মোকদ্দমা ও তৎসম্বন্ধীয় নথিপত্র।
৩. বিন্যাস, সিজিল।
৪. সমান, সমকক্ষ।
ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেফতার, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৩. ‘গণঅভ্যুত্থান’ শব্দটি কীভাবে গঠিত?
ক) সন্ধি              খ) প্রত্যয়
গ) উপসর্গ            ঘ) সমাস
সঠিক উত্তর: ঘ) সমাস

ব্যাখ্যা: ♦ ‘গণঅভ্যুত্থান’ শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে
গণঅভ্যুত্থান শব্দের ব্যাসবাক্য =  গণের অভ্যুত্থান (তৎপুরুষ সমাস)।
তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়।
“গণঅভ্যুত্থান” এর ব্যাসবাক্য = গণের অভ্যুত্থান। এতে পূর্বপদের বিভক্তি “এর” লোপ পেয়েছে ; তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।
উৎস: ভাষা শিক্ষা (ড. হায়াত মামুদ)।

প্রশ্ন ৪. কোন শব্দটি অপপ্রয়োগ-দুষ্ট নয়?
ক) নির্দোষী           খ) দৈন্যতা
গ) শুধুমাত্র            ঘ) উদ্বেল
সঠিক উত্তর: ঘ) উদ্বেল

ব্যাখ্যা: অপপ্রয়োগ-দুষ্ট নয় ‘উদ্বেল’।
উদ্বেল (উদ্‌বেল)
– বিশেষণ পদ, সংস্কৃত শব্দ, প্রকৃতি প্রত্যয় = উদ্‌ + বেলা
অর্থ: বেলাভূমি বা তীর অতিক্রম করেছে এমন।
– উচ্ছলিত; উথলিত।
– সীমাতিক্রান্ত।
অন্যান্য অপশনগুলো:
• নির্দোষী শব্দটি অশুদ্ধ।
সঠিক বিপরীত শব্দ হবে দোষী – নির্দোষ
• দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ।
কারণ ‘দীন’ বিশেষণ শব্দের সঙ্গে বিশেষ্যবাচক ‘য’ প্রত্যয় যোগ করে ‘দৈন্য’ বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে ‘দৈন্য’ শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘তা’ প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।
– সঠিক রূপ – দৈন্য, দীনতা।
• ‘শুধুমাত্র’ – শব্দটি অপপ্রয়োগ।
– এটি সমার্থ শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ।
– এখানে শুধু ও মাত্র দুটি একই শব্দ।
– তাই এখানে একই সাথে ‘শুধুমাত্র’ শব্দটি অশুদ্ধ।

প্রশ্ন ৫. ‘বৈষম্যবিরোধী’ কোন সমাস দ্বারা গঠিত?
ক) দ্বিতীয়া তৎপুরুষ            খ) তৃতীয়া তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ              ঘ) ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: ঘ) ষষ্ঠী তৎপুরুষ

ব্যাখ্যা: বৈষম্যবিরোধী শব্দের ব্যাসবাক্য =  বৈষম্যের বিরোধী।
এটি তৎপুরুষ সমাসের উদাহরণ।
» তৎপুরুষ সমাস: পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়।
» “বৈষম্যবিরোধী” এর ব্যাসবাক্য = বৈষম্যের বিরোধী । এতে পূর্বপদের বিভক্তি “এর” লোপ পেয়েছে ; তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস।

প্রশ্ন ৬. ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ – এর এক কথায় প্রকাশ।
ক) নবোঢ়া    খ) অনুঢ়া   গ) অবীর      ঘ) কুমারী
সঠিক উত্তর: গ) অবীরা

ব্যাখ্যা:“যে নারীর স্বামী ও পুত্র নেই” এর এক কথায় প্রকাশ – অবীরা
অন্যদিকে,
যে নারীর এখনো বিয়ে হয়নি – অনূঢ়া, কুমারী।
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে – নবোঢ়া।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)।

প্রশ্ন ৭. কোনটিতে ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে?
ক) বিধ্বস্ত            খ) উদ্বেগ
গ) স্বত্ব               ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর: খ) উদ্বেগ

ব্যাখ্যা: ♦ব-ফলার উচ্চারণ বহাল রয়েছে ‘উদ্বেগ’ শব্দটিতে ♦
উদ্বেগ শব্দের উচ্চারণ- [ উদ্‌বেগ্‌ ]
অন্যদিকে,
বিধ্বস্ত শব্দের উচ্চারণ- [ বিদ্‌ধস্‌তো ]
স্বত্ব শব্দের উচ্চারণ- [ শত্‌তো ]
দ্বন্দ্ব শব্দের উচ্চারণ- [ দন্‌দো ]
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

প্রশ্ন ৮. কোন শব্দটি শুদ্ধ?
ক) অদ্যাবধি           খ) অনুমান নির্ভর
গ) অন্তর্ভূক্ত           ঘ) আকাঙ্খা
সঠিক উত্তর: ক) অদ্যাবধি

ব্যাখ্যা: ♦ শুদ্ধ শব্দ- অদ্যাবধি ♦
অদ্যাবধি (অব্যয়, ক্রিয়া বিশেষণ)
     – এটি সংস্কৃত শব্দ।  অর্থ: আজ পর্যন্ত, এখন থেকে।
অন্যদিকে,
‘অনুমান নির্ভর’ শব্দের শুদ্ধরূপ- অনুমাননির্ভর (এটি সম্পূর্ণ একটি শব্দ, একসাথে লিখতে হবে)।
‘অন্তর্ভূক্ত’ শব্দের শুদ্ধরূপ- অন্তর্ভুক্ত।
‘আকাঙ্খা’ শব্দের শুদ্ধরূপ- আকাঙ্ক্ষা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান রীতি।

প্রশ্ন ৯. ‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে
ক) প্রত্যুদ্‌গমন        খ) আবাহন
গ) সম্ভাষণ            ঘ) প্রত্যুৎগমন
সঠিক উত্তর: ক) প্রত্যুদ্‌গমন

ব্যাখ্যা: প্রত্যুদ্‌গমন, প্রত্যুদ্‌গম (বিশেষ্য):
১. অভ্যর্থনাবিশেষ; সম্মানিত ব্যক্তিকে কিছু দূর অগ্রসর হয়ে অভ্যর্থনা অথবা বিদায়কালে কিছু পথ সঙ্গে গমন।
২. অগ্রসর হয়ে সংবর্ধনা।
{(তৎসম বা সংস্কৃত) প্রতি+উদ্‌+□ গম্‌+অন(ল্যুট্‌)}
উৎস: বাংলা একাডেমি অভিধান।
আবার,
‘সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এর বাক্য সংকোচন- প্রত্যুদগমন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

প্রশ্ন ১০. কোনটি মৌলিক শব্দ?
ক) চাঁদ               খ) বন্ধুত্ব
গ) প্রশাসন            ঘ) দায়িত্ব
সঠিক উত্তর: ক) চাঁদ

ব্যাখ্যা:

গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়। যথা- মৌলিক শব্দ ও সাধিত শব্দ।
মৌলিক শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙ্গা যায় না, তাদেরকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল, চাঁদ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ ও ২০২১ সংস্করণ)।

প্রশ্ন ১১. ‘বুদ্ধিমান’ এর বিশেষ্য পদ কি?
ক) বুদ্ধি               খ) বুদ্ধিত্ব
গ) বুদ্ধিমত্তা           ঘ) বৃদ্ধি
সঠিক উত্তর: গ) বুদ্ধিমত্তা

ব্যাখ্যা: ‘বুদ্ধিমান’ শব্দটি বিশেষণ পদ।
– শব্দটির বিশেষ্য পদ – বুদ্ধিমত্তা।
– ‘বুদ্ধি’ শব্দটিও বিশেষ্য, কিন্তু এটি ‘বুদ্ধিমান’ এর উপযুক্ত বিশেষ্য পদ নয়।
ব্যুৎপত্তি বিশ্লেষণ:
• বুদ্ধি = বুধ + তি, বুদ্ধিমান = বুদ্ধি + মৎ,
• বুদ্ধিমত্তা = বুদ্ধি + মৎ + তা,
অর্থাৎ, বুদ্ধিমান (বিশেষণ) থেকে বিশেষ্য রূপ তৈরি করতে “তা” প্রত্যয় যুক্ত করা হয়, যার ফলে “বুদ্ধিমত্তা” শব্দটি গঠিত হয়।
অন্যদিকে,
– ‘বুদ্ধিত্ব’ শব্দটি ভুল।
– ‘বৃদ্ধি’ শব্দটি বিশেষ্য, যার অর্থ – বিস্তার, প্রসার।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

প্রশ্ন ১২. ‘সোনার তরী’ কবিতায় ‘নৌকার মাঝি’ কিসের প্রতীক?
ক) সৃষ্টিকর্মের         খ) কবির নিজের
গ) অনন্ত কালস্রোতের  ঘ) মহাকালের
সঠিক উত্তর: ঘ) মহাকালের

ব্যাখ্যা: » ‘সোনার তরী’ কবিতায় মাঝি মহাকালের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
» মহাকাল মানুষের সৃষ্টিকে নিয়ে চলে যায় চিরন্তন প্রবাহে।
» মাঝির দ্বারা বোঝানো হয়েছে সৃষ্টিশীলতার অব্যাহত যাত্রা।
» কবি মানুষের ক্ষণস্থায়ী জীবনের বিপরীতে সৃষ্টির চিরস্থায়িত্ব তুলে ধরেছেন।
» মাঝি কবির জীবনদর্শনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
উৎস: সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণি।

প্রশ্ন ১৩. Choose the correct words (Questions 13-16)
13. What _____ to get a new driving licence?
ক) have I to do     খ) do I have to do
গ) I must do        ঘ) I have to
সঠিক উত্তর: খ) do I have to do

ব্যাখ্যা:

Complete Sentence: What do I have to do to get a new driving licence?
Bangla Meaning: একটি নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমার কী করতে হবে?

ইংরেজিতে “What” দিয়ে শুরু হওয়া প্রশ্নের সাধারণ গঠন হয়—
Structure: What + auxiliary verb + subject + main verb + object?
প্রদত্ত প্রশ্নে বাক্যটি what দিয়ে শুরু হয়েছে। তাই বাক্যের গঠন অনুযায়ী do + Subject + main verb হবে। 

প্রশ্ন ১৪. I’d better go now. I promised _____ late.
ক) not being        খ) Not to being
গ) to not be        ঘ) I wouldn’t be
সঠিক উত্তর: গ) to not be

ব্যাখ্যা: Complete sentence: I’d better go now. I promised to not be late.
Bangla Meaning: আমার এখন যাওয়া উচিত। আমি দেরি না করার প্রতিশ্রুতি দিয়েছিলাম।
কিছু গুরুত্বপূর্ণ verb আছে, যেগুলোর পরে infinitive (to + verb) ব্যবহৃত হয়:
1) Agree → He agreed to help me. (সে আমাকে সাহায্য করতে রাজি হলো।)
2) Decide → They decided to go home. (তারা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলো।)
3) Hope → She hopes to win the prize. (সে পুরস্কার জিতবে বলে আশা করছে।)
4) Plan → We plan to visit London. (আমরা লন্ডন ভ্রমণের পরিকল্পনা করছি।)
5) Promise → He promised to call me. (সে আমাকে কল করার প্রতিশ্রুতি দিলো।)
6) Learn → I am learning to drive. (আমি গাড়ি চালানো শিখছি।)
7) Want → She wants to buy a new phone. (সে নতুন ফোন কিনতে চায়।)
8) Need → You need to study more. (তোমার আরও পড়াশোনা করা দরকার।)
9) Refuse → He refused to leave. (সে চলে যেতে অস্বীকার করলো।)
10) Fail → She failed to pass the exam. (সে পরীক্ষায় পাস করতে ব্যর্থ হলো।)
প্রদত্ত বাক্যে “Promise” verb-এর পরে infinitive (to + verb) ব্যবহৃত হয়। এখানে “to be” হলো infinitive, এবং “not” দিয়ে এটি নেগেটিভ করা হয়েছে।
সঠিক গঠন হলো: promised + to + not + verb (অর্থাৎ, “promised to not be”)।

প্রশ্ন ১৫. Sally has been working here _____ .
ক) since six months খ) for six months
গ) six months ago  ঘ) six months before time
সঠিক উত্তর: খ) for six months

ব্যাখ্যা: Complete Sentence: Sally has been working here for six months.
Bangla Meaning: স্যালি এখানে ছয় মাস ধরে কাজ করছে।
যখন কাজটি অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে এবং একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত করা হয় তখন “Present perfect continuous tense” ব্যবহার করা হয় ।
এই ধরনের বাক্যে “for” বা “since” ব্যবহৃত হয়।
তবে, “for” এবং “since” এর ব্যবহার কিছু বিশেষ নিয়ম অনুসরণ করে:
১. “For” এর ব্যবহার:
“For” একটি নির্দিষ্ট সময়ের পরিমাণ নির্দেশ করে, যেমন: ২ দিন, ৫ মাস, ১০ বছর ইত্যাদি।
যেমন:
1. She has been working here for five years. (সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে।)
2. I have known her for a long time. (আমি তাকে অনেক দিন ধরে চিনি।)
২. “Since” এর ব্যবহার:
“Since” নির্দিষ্ট সময় (যেমন: একটি তারিখ, মাস, বছর, দিনের নাম, ইত্যাদি) নির্দেশ করে।
যেমন:
1. She has been working here since January. (সে জানুয়ারি থেকে এখানে কাজ করছে।)
2. I have known her since 2010. (আমি তাকে ২০১০ সাল থেকে চিনি।)

প্রশ্ন ১৬. She has lost her passport again, This is the second time this _____.
ক) has happened            খ) happens
গ) happened                 ঘ) is happening
সঠিক উত্তর: ক) has happened

ব্যাখ্যা: সঠিক উত্তর হবে ক) has happened.
বাক্যটি বর্তমানে ঘটে যাওয়া একটি ঘটনার পুনরাবৃত্তি বোঝাচ্ছে। “This is the second time” দ্বারা বোঝানো হচ্ছে যে ঘটনাটি আগেও ঘটেছিল এবং এখন আবার ঘটেছে। Present Perfect Tense ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যেখানে অতীতে কোনো ঘটনা ঘটেছে এবং সেটির প্রভাব বর্তমানেও বিদ্যমান।
Sentence Structure:
Subject + has/have + past participle (V3) + rest of the sentence.
এখানে “this” (subject) + “has happened” (present perfect tense) সঠিক উত্তর, কারণ এটি বোঝায় যে ঘটনাটি আগেও ঘটেছে এবং এখন আবার ঘটেছে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
খ) happens:
“Happens” হলো Simple Present Tense, যা সাধারণ বা নিয়মিত ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এখানে নির্দিষ্টভাবে অতীতে ঘটে যাওয়া এবং পুনরায় ঘটানো বোঝানো হয়েছে, তাই এটি ভুল।
গ) happened:
“Happened” হলো Simple Past Tense, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে অতীতে ঘটে যাওয়া ঘটনা বোঝায়। কিন্তু এখানে “This is the second time” বোঝাচ্ছে যে এটি পুনরাবৃত্ত ঘটনা, তাই Simple Past Tense ব্যবহার করা যাবে না। 
ঘ) is happening:
“Is happening” হলো Present Continuous Tense, যা কোনো কাজ বর্তমানে চলমান অবস্থায় বোঝায়। কিন্তু এখানে এমন কিছু বলা হচ্ছে যা ইতিমধ্যে ঘটেছে, তাই এটি ভুল।
Source:
Murphy, R. (2019). English Grammar in Use (5th ed.). Cambridge University Press.
Azar, B. S. (2017). Understanding and Using English Grammar (5th ed.). Pearson Education.

প্রশ্ন ১৭. The professor set some project work _____ the end of the semester.
ক) about    খ) at        গ) of      ঘ) in
সঠিক উত্তর: খ) at

ব্যাখ্যা: The professor set some project work at the end of the semester.
The phrase “at the end” is used to indicate a specific point in time, such as the conclusion of the semester.
কোনো নির্দিষ্ট সময় বা পর্যায়ের সমাপ্তি বোঝাতে “At the end” ব্যবহৃত হয় । এখানে সেমিস্টারের শেষ বোঝানো হয়েছে। তাই,  “at” হলো সঠিক preposition।

প্রশ্ন ১৮. What the wise do in the beginnning fools do _____ the end.
ক) by       খ) at      গ) in ঘ) towards
সঠিক উত্তর: গ) in

ব্যাখ্যা:

Complete Sentence: What the wise do in the beginning, fools do in the end.
Bangla Meaning: জ্ঞানীরা যা  শুরুতে করে, বোকারা তা শেষে করে।
এটি Warren Buffett এর একটি উক্তি।

প্রশ্ন ১৯. Maliha is good _____ tennis.
ক) about    খ) at        গ) in      ঘ) of
সঠিক উত্তর: খ) at

ব্যাখ্যা: » Good at অর্থ হলো দক্ষ।
» কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
নিম্নোক্ত শব্দগুলোর পরে at বসে।
যেমন- Good at, clever at, quick at, slow at etc.
Example: 1. Mr.Porimal  is good at mathematics
2. Asaduzzam is good at physics.
3. My sister’s good at mathematics.

প্রশ্ন ২০. Choose the correct sentence: (Questions 20-21):
20. Stop doing wrong things lest you are caught.
ক) would be caught        খ) will be caught
গ) might be caught         ঘ) may be caught
সঠিক উত্তর: গ) might be caught

ব্যাখ্যা: Complete sentence: Stop doing wrong things lest you might be caught.
Bangla Meaning: ভুল করা বন্ধ করো, না হলে তোমাকে ধরা পড়তে হতে পারে।)
Completing sentence এর ক্ষেত্রে:
» Lest অর্থ ‘পাছে ভয় হয় যে’
» Lest negative অর্থ প্রদান করে।
» Lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসে না।
» এটি দ্বারা যে clause শুরু হয় তার পরে should/might বসে।
Lest যুক্ত Incomplete sentence কে complete করার নিয়ম:
» বাক্যের প্রথম থেকে শুরু করে lest পর্যন্ত বসে।
» প্রথম subject বসে।
» should/might বসবে
» related একটি verb বসবে।
» sentence এর বাকি অংশ বসবে।
Structure: বাক্যের প্রথম থেকে শুরু করে lest পর্যন্ত + প্রথম subject + should/might + related একটি verb বসবে + sentence এর বাকি অংশ।

প্রশ্ন ২১. The performance of our players was rather worst that I had expected.
ক) bad as I had expected

খ) worse than I had expected
গ) worse than expectation

ঘ) worse than was expected
সঠিক উত্তর: খ) worse than I had expected

ব্যাখ্যা:

Correct Sentence: The performance of our players was rather worse than I had expected.
Bangla Meaning: আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল আমার প্রত্যাশার চেয়েও খারাপ।

প্রশ্নে, “rather worst” ব্যবহার করা ভুল।
কারণ “Worst” হলো superlative degree (সর্বোচ্চ মাত্রা) যা তিন বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
কিন্তু এখানে দুটি জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে (“আমার প্রত্যাশা” এবং “খেলোয়াড়দের পারফরম্যান্স”)। তাই comparative degree “worse” ব্যবহার করতে হবে।
আবার, “rather” শব্দটি comparative degree এর সাথে ব্যবহৃত হয়।
তাই সঠিক ফরম্যাট হবে “worse than” যা সাধারণত দুটি জিনিসের মধ্যে তুলনা করে।

প্রশ্ন ২২. The correct spelling is:
ক) propoganda     খ) propagranda
গ) propaganda      ঘ) popaganda
সঠিক উত্তর: গ) propaganda

ব্যাখ্যা: Propaganda (noun)
» English Meaning: Information, especially biased or misleading, spread to promote a particular cause or influence public opinion.
» Bangla Meaning: প্রচার, বিশেষ উদ্দেশ্যে পরিচালিত তথ্য বা মতবাদ প্রচার, যা কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে।
» Synonyms: Misinformation (ভুল তথ্য), Indoctrination (প্রভাবিতকরণ), Manipulation (কৌশলী প্রভাব), Hype (বাড়াবাড়ি প্রচার)।
» Antonyms: Truth (সত্য), Reality (বাস্তবতা), Transparency (স্বচ্ছতা), Honesty (সততা), Accuracy (সঠিকতা)।
Example Sentence:
1. The government used propaganda to gain public support for the new policy.
2. During the war, both sides spread propaganda to influence people’s opinions.

প্রশ্ন ২৩. Which one of the following pairs is similar in relationship to SAW : CARPENTER?
ক) Painter: Color            খ) Agon: Farmer
গ) Scissors: Barber          ঘ) Cloth: Tailor
সঠিক উত্তর: গ) Scissors: Barber

ব্যাখ্যা: শব্দগুলোর অর্থঃ
» Saw = করাত, Carpenter = কাঠমিস্ত্রী, Painter = চিত্রশিল্পী, Color =  রঙ, Farmer = কৃষক, Scissors = কাঁচিBarber = নাপিত, Cloth = কাপড়, Tailor = দর্জি
“SAW : CARPENTER” এর মধ্যে সম্পর্কটি একটি যন্ত্র এবং যে ব্যক্তি সেই যন্ত্রটি ব্যবহার করে । একজন কাঠমিস্ত্রী কাজের জন্য সচরাচর করাত (saw) ব্যবহার করে।
একইভাবে, “Scissors : Barber” এর মধ্যেও একই ধরনের সম্পর্ক আছে। একজন নাপিত তার কাজের জন্য সচরাচর কাঁচি (scissors) ব্যবহার করে।

প্রশ্ন ২৪. Choose the correct synonym of “Pertinent”.
ক) Inappropriate            খ) Disturbed
গ) Relevant                  ঘ) Penetrate
সঠিক উত্তর: গ) Relevant

ব্যাখ্যা: Pertinent (adjective)
» English Meaning: Relevant or directly related to the subject being considered.
» Bangla Meaning: প্রাসঙ্গিক, সম্পর্কিত, উপযুক্ত।
» Synonyms: Relevant (প্রাসঙ্গিক), Appropriate (উপযুক্ত), Related (সম্পর্কিত), Applicable (প্রযোজ্য), Suitable (উপযুক্ত)।
» Antonyms: Irrelevant (অপ্রাসঙ্গিক), Unrelated (অসম্পর্কিত), Inappropriate (অনুপযুক্ত), Immaterial (গুরুত্বহীন)।
Example Sentence: 1. His question was not pertinent to the topic of discussion.
2. The lawyer presented only the most pertinent evidence in court.

প্রশ্ন ২৫. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৬০,০০০ টাকা। এর ব্যাবহারিকর জীবনকাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি ব্যবহার করলে ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ কত হবে?
(The purchasing cost of a machine is Tk. 60000 Its useful life is 10 yeurs and salvage value is Tk. 5000. If the sum ofyears digit method is used, what will be the amount of depreciatjon in eighth year?)
ক) ৬,৮৭৫ টাকা (Tk 6,875)  

খ) ৩,০০০ টাকা (Tk.3,000)
গ) ৫,৫০০ টাকা (Tk.5,500)
ঘ) ২,০০০ টাকা (Tk 2,000)
সঠিক উত্তর: খ) ৩,০০০ টাকা (Tk.3,000)

ব্যাখ্যা: বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় হিসাব করার জন্য প্রথমে যন্ত্রপাতির ব্যবহারিক জীবনকালের বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে হয়। এরপর প্রতিটি বছরের জন্য অবচয় হিসাব করা হয়। এই পদ্ধতিতে অবচয়ের পরিমাণ শুরুতে বেশি থাকে এবং সময়ের সাথে সাথে কমতে থাকে।
প্রশ্নমতে,
যন্ত্রপাতির ব্যবহারিক জীবনকাল ১০ বছর। তাই বর্ষ সংখ্যার সমষ্টি
1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 = 55
অবচয়যোগ্য মূল্য = ক্রয়মূল্য – ভগ্নাবশেষ মূল্য
= 60,000 – 5,000
= 55,000 টাকা।
বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে, ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ = অবচয়ের পরিমাণ (অবশিষ্ট জীবনকাল / বর্ষ সংখ্যার সমষ্টি) × অবচয়যোগ্য মূল্য।
৮ম বর্ষে অবশিষ্ট জীবনকাল = 10 – 8 + 1 = 3 বছর।
তাই, ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ
(3 / 55) × 55,000 = 3,000
সুতরাং, ৮ম বর্ষে অবচয়ের পরিমাণ ৩,০০০ টাকা (Tk. 3,000)

প্রশ্ন ২৬. মুদ্রাস্ফীতি কালে কোন মজুদপন্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে? (Which of the following inventory valuation method will generate the lowest income tax during inflation?)
ক) আগে আসলে আগে যায় পদ্ধতি (First-in, First-out Method)
খ) শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)
গ) গড়ব্যয় পদ্ধতি (Average Cost Method)
ঘ) ভারযুক্ত গড়ব্যয় পদ্ধতি (Weighted Average Cost Method)
সঠিক উত্তর: খ) শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)

ব্যাখ্যা: মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি ঘটলে, পণ্য বা মজুদগুলির মূল্য বাড়ে। মুদ্রাস্ফীতির মধ্যে আয়কর কমানোর জন্য যে পদ্ধতিটি সবচেয়ে উপকারী হবে, তা হলো “শেষে আসলে আগে যায় পদ্ধতি (Last-in, First-out Method)” (LIFO)।
মুদ্রাস্ফীতি কালে শেষে কেনা পণ্যগুলোর দাম বেশি থাকে I LIFO পদ্ধতিতে, এই নতুন দাম দিয়ে প্রথমে বিক্রি করা হয়, যার ফলে উক্ত পণ্যের মূল্য ও ব্যয়ের পরিমাণ বেশি দেখানো হয়। ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায়, নেট প্রফিট কম হয় এবং ফলস্বরূপ আয়করও কম হয়।
FIFO পদ্ধতি (First-in, First-out Method):
এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে, সবার আগে কেনা পণ্যগুলো সবার আগে বিক্রি হয়। মুদ্রাস্ফীতি কালে পণ্যের দাম বাড়ে, তাই আগে কেনা পণ্যগুলোর দাম কম থাকে। ফলে বিক্রি হওয়া পণ্যের মূল্য কম দেখায় এবং মুনাফা বেশি দেখায়। এতে আয়করের পরিমাণ বেশি হয়।
গড়ব্যয় পদ্ধতি (Average Cost Method):
এই পদ্ধতিতে সব পণ্যের গড় মূল্য হিসাব করা হয়। মুদ্রাস্ফীতি কালে এই পদ্ধতি মুনাফা এবং আয়কর মাঝামাঝি পর্যায়ে রাখে। এটি খুব বেশি বা খুব কম আয়কর সৃষ্টি করে না।
ভারযুক্ত গড়ব্যয় পদ্ধতি (Weighted Average Cost Method):
এই পদ্ধতিও গড় মূল্য ব্যবহার করে, তবে এটি পণ্যের পরিমাণের ভিত্তিতে গড় হিসাব করে। মুদ্রাস্ফীতি কালে এই পদ্ধতিও মাঝামাঝি পর্যায়ের আয়কর সৃষ্টি করে।

প্রশ্ন ২৭. একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমানতগুলি হল: (In a bank reconciliaiton, deposits in transit are:)
ক) বইয়ের জের থেকে কাটা। (deducted from the book balance)
খ) বইয়ের জেরে যোগ করা। (added to the book balance)
গ) ব্যাংক হিসাবে যোগ করা। (added to the bank bulance)
ঘ) ব্যাংক জের থেকে কাটা। (deducted from the bank balance)
সঠিক উত্তর: খ) বইয়ের জেরে যোগ করা। (added to the book balance)

Right: 3%; Wrong: 23%; Unanswered: 73%; [Total: 63]

ব্যাখ্যা: একটি ব্যাংক সমন্বয় বিবরণী (Bank Reconciliation Statement) প্রস্তুত করার সময় “জমা আমানতগুলি” (Deposits in Transit) উল্লেখ করা হয়।
জমা আমানতগুলি (Deposits in Transit): এটি এমন আমানত যা গ্রাহক ব্যাংকে জমা করেছে, তবে ব্যাংক জেরের (Bank Statement) রেকর্ডে তা এখনও অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ, এই আমানতগুলি ব্যাংকের হিসাবের চেয়ে বইয়ের (Book Balance) হিসাবের মধ্যে থাকছে।
ব্যাংক সমন্বয়: ব্যাংক সমন্বয় বিবরণীতে, ব্যাংক এবং বইয়ের হিসাবগুলির মধ্যে যে কোনো পার্থক্য সমন্বয় করা হয়। জমা আমানতগুলি যা এখনও ব্যাংক জেরের মধ্যে প্রতিফলিত হয়নি, তা বইয়ের হিসাবের সাথে যোগ করা হয়।
সুতরাং, সঠিক উত্তর খ) বইয়ের জেরে যোগ করা। (added to the book balance)

প্রশ্ন ২৮. রূপান্তর খরচের সমষ্টি (Conversion costs are the sum of:)
ক) স্থির এবং পরিবর্তনশীল উপরিব্যয় (fixed and variable overhead costs)
খ) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)
গ) প্রত্যক্ষ কাচামাল এবং কারখানা উপরিব্য়য (direct material and overhead costs)
ঘ) প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি (direct labor and indirect labor costs)
সঠিক উত্তর: খ) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)

ব্যাখ্যা: রূপান্তর খরচ (Conversion Costs) হলো সেই খরচ যা একটি পণ্য তৈরির প্রক্রিয়ায় কাঁচামালকে প্রস্তুত করতে খরচ হয়। এটি দুটি মূল উপাদান নিয়ে গঠিত। যথা-
১. প্রত্যক্ষ মজুরি (Direct Labor): কর্মী যারা সরাসরি উৎপাদন প্রক্রিয়ায় কাজ করেন, তাদের মজুরি।
২. উপরিব্যয় (Overhead Costs): কারখানার পরিচালনা, যন্ত্রপাতি ব্যবহার, বিদ্যুৎ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি যে খরচগুলো সরাসরি পণ্যের উপর গণনা করা যায় না, সেগুলো। এই খরচগুলি দুটি ভাগে বিভক্ত হতে পারে। যথা-
     i) স্থির উপরিব্যয় (Fixed Overhead): যেমন মেশিনের ভাড়া, কর্মচারীদের বেতন ইত্যাদি।
     ii) পরিবর্তনশীল উপরিব্যয় (Variable Overhead): যেমন কাঁচামাল, বিদ্যুৎ খরচ, সরঞ্জাম ব্যবহার ইত্যাদি, যা উৎপাদনের পরিমাণের সাথে বাড়ে বা কমে।
তাহলে, রূপান্তর খরচের সমষ্টি =  প্রত্যক্ষ মজুরি (Direct Labor) + উপরিব্যয় (Overhead costs)
সুতরাং, সঠিক উত্তর খ) প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয় (direct labor and overhead costs)

প্রশ্ন ২৯. আরডি ফুড কোম্পানির বিক্রিত পন্যের ব্যয় ৫,৫০,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২,৫০,০০০ টাকা। ক্রয়কৃত পন্যের মূল্য কত? (RD Food Company’s cost of goods sold is Tk.5,50,000. Opening inventory is Tk. 2,00,000 and closing inventory is Tk. 2,50,000. What is the price of the purchased product?)
ক) ৫০০০০০ টাকা (Tk 500000)
খ) ৭৫০০০০ টাকা (Tk. 750000)
গ) ৬০০০০০ টাকা (Tk. 600000)
ঘ) ৬৫০০০০ টাকা (Tk. 650000)
সঠিক উত্তর: গ) ৬০০০০০ টাকা (Tk. 600000)

ব্যাখ্যা: আমরা জানি,
ক্রয়কৃত পণ্যের মূল্য = বিক্রিত পণ্যের ব্যয় + সমাপনী মজুদ – প্রারম্ভিক মজুদ
এখানে, বিক্রিত পণ্যের ব্যয় = ৫,৫০,০০০ টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য = ২,০০,০০০ টাকা
সমাপনী মজুদ পণ্য = ২,৫০,০০০ টাকা
সুতরাং,
ক্রয়কৃত পণ্য = ৫,৫০,০০০ + ২,৫০,০০০ – ২,০০,০০০
= ৬,০০,০০০ টাকা

প্রশ্ন ৩০. একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসেবে স্বীকৃত করা হয়। তাহলে নিট মুনাফার উপর কী প্রভাব পড়বে?(What is the effect on net income if an expense that was previously recorded as an asset is now recognized as anexpense?
ক) নিট মুনাফা বৃদ্ধি পাবে (increase net income)
খ) নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)
গ) কোনো প্রভাব নেই (no effect)
ঘ) নির্ধারণ করা যাবে না (cannot determine)
সঠিক উত্তর: খ) নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)

ব্যাখ্যা: এখানে, সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা (Recorded as an asset): যখন একটি খরচ সম্পদ হিসেবে রেকর্ড করা হয়, তখন এটি প্রাথমিকভাবে ব্যয় হিসেবে গণ্য হয় না। এর মানে হলো, এটি পণ্য বা সেবা বা কোনো দীর্ঘমেয়াদী উপকরণের আকারে দেখানো হয় এবং যা ভবিষ্যতে ব্যবহার বা বিক্রি করা যেতে পারে।
খরচ হিসেবে স্বীকৃত করা (Recognized as an expense): যখন সেই সম্পদটি খরচ হিসেবে স্বীকৃত হয়, তখন এটি সরাসরি আয়ের সাথে মিলিয়ে ব্যয় হিসাবে গণ্য করা হয়। এর ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যে আয়ের বিপরীতে খরচের পরিমাণ বাড়ে এবং নিট মুনাফা কমে যায়।
প্রভাব:
যেহেতু পূর্বে যেটি সম্পদ হিসেবে ছিল, সেটা খরচ হিসেবে স্বীকৃত করার মাধ্যমে তা সরাসরি ব্যয়ের হিসাবের মধ্যে চলে আসে, ফলে নিট মুনাফা কমে যায়। এটি লাভের পরিমাণকে কম করে দেয়, কারণ খরচ বৃদ্ধি পায়।
সুতরাং, সঠিক উত্তর খ) নিট মুনাফা হ্রাস পাবে (decrease net income)।

প্রশ্ন ৩১. সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? (Which account is closed through closing entries?
ক) আয় হিসাব (Revenue account)   

খ) সম্পদ (asset)
গ) বিপরীত সম্পদ (contra asset)
ঘ) দায় (liability)
সঠিক উত্তর: ক) আয় হিসাব (Revenue account)

ব্যাখ্যা: সমাপনী জাবেদা (Closing Entries) হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট কিছু হিসাব বছরের শেষে বন্ধ করা হয়, যাতে পরবর্তী বছরে নতুন হিসাব শুরু করা যায়।
A. আয় হিসাব (Revenue Account)→ এটি বন্ধ করা হয় l
আয় হিসাবের মধ্যে থাকে বিক্রয় (Sales), পরিষেবা আয় (Service Revenue) ইত্যাদি। বছরের শেষে এই হিসাবগুলো “আয়-ব্যয় সারসংক্ষেপ (Income Summary)” একাউন্টে স্থানান্তরিত করা হয়।
কারণ: নতুন বছরে নতুন আয় যোগ হবে, তাই আগের বছরের হিসাব বন্ধ করতে হয়।এই কারণে, আয় হিসাব সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়।
B. সম্পদ (Asset) → এটি বন্ধ করা হয় না
সম্পদ হিসাব (Asset Account) যেমন ক্যাশ (Cash), ব্যাংক ব্যালেন্স, যন্ত্রপাতি, বিল পাওনাযোগ্য (Accounts Receivable) ইত্যাদি, বছরের শেষে বন্ধ করা হয় না। সম্পদ পরবর্তী বছরে বহন করে নেওয়া হয় (Carry Forward)।
কারণ: এগুলো ব্যবসার স্থায়ী সম্পদ বা চলমান সম্পদ, যা এক বছরের মধ্যে শেষ হয় না।
C. বিপরীত সম্পদ (Contra Asset)→ এটি বন্ধ করা হয় না
বিপরীত সম্পদ হিসাব (Contra Asset Account) হল সেই হিসাব, যা মূল সম্পদের বিপরীতে কাজ করে, যেমন: মূলধন অবচয় (Accumulated Depreciation) ,বিল পাওনাযোগ্যের জন্য সংরক্ষণ (Allowance for Doubtful Accounts)
এটি সম্পদ হিসাবেরই একটি অংশ, যা পরবর্তী বছরের জন্য বহন (Carry Forward) করা হয়।
তাই, এটি সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় না।
D. দায় (Liability) → এটি বন্ধ করা হয় না
দায় হিসাব (Liability Account) হলো ব্যবসার ঋণ বা দায়িত্ব, যেমন: বিল প্রদানযোগ্য (Accounts Payable), ঋণ (Loans Payable)
দায়ের হিসাব বছরের শেষে বন্ধ করা হয় না, কারণ এটি পরবর্তী বছরেও ব্যবসার উপর প্রভাব ফেলে।
তাই, দায় হিসাব সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় না।
সঠিক উত্তর:
 A. আয় হিসাব (Revenue Account) বছরের শেষে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়।

প্রশ্ন ৩২. বিপরীত সম্পদ হিসাব কোন ধরণের জের প্রকাশ করে? (What kind of balance does contra asset account express?)
ক) ডেবিট (debit)     খ) ক্রেডিট (credit)
গ) ডেবিট ও ক্রেডিট (debit and credit)
ঘ) ডেবিট বা ক্রেডিট (debit or credit)
সঠিক উত্তর: খ) ক্রেডিট (credit)

ব্যাখ্যা: বিপরীত সম্পদ হিসাব (Contra Asset Account) হলো এমন একটি হিসাব, যা সাধারণ সম্পদ (Asset) হিসাবের বিপরীত আচরণ করে।
সাধারণত, সম্পদ হিসাব (Asset Account) ডেবিট (Debit) জের প্রকাশ করে।
কিন্তু বিপরীত সম্পদ হিসাব (Contra Asset Account) মূল সম্পদের বিপরীত হিসাব রাখে, তাই এটি ক্রেডিট (Credit) জের প্রকাশ করে।
এটি সম্পদের প্রকৃত মান (Net Asset Value) কমিয়ে দেয়।
উদাহরণ: মূল সম্পদ হিসাব:
যন্ত্রপাতি হিসাব (Equipment Account) → ডেবিট জের
বিল পাওনাযোগ্য (Accounts Receivable) → ডেবিট জের
বিপরীত সম্পদ হিসাব:
মূলধন অবচয় (Accumulated Depreciation) → ক্রেডিট জের বিল পাওনাযোগ্যের জন্য সংরক্ষণ (Allowance for Doubtful Accounts) → ক্রেডিট জের

প্রশ্ন ৩৩. তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের সমন্ব সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে? (Tasnu Traders forgot to adjust the unearned service revenue of TK. 80,000 which is earned. What would be its impact on the financial statements?)
ক) আয় বেশি দেখানো হবে (Income will be overstated)
খ) দায় কম দেখানো হবে (Liabilities will be understated)
গ) দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)
ঘ) মুনাফা বেশি দেখানো হবে (Profit will be overstated)
সঠিক উত্তর: গ) দায় বেশি দেখানো হবে (Liabilities will be overstated)

ব্যাখ্যা: অনুপার্জিত সেবা আয় হলো এমন আয় যা কোম্পানি আগাম পেয়েছে কিন্তু এখনো সেবা প্রদান করা হয়নি। এটি কোম্পানির দায় (Liability) হিসেবে গণ্য হয়, কারণ কোম্পানির এখনো সেবা প্রদান করা বাকি আছে।
অনুপার্জিত সেবা আয়ের সমন্বয় সাধন করার অর্থ হলো, যে পরিমাণ সেবা প্রদান করা হয়েছে, সেই পরিমাণ অনুপার্জিত সেবা আয়কে আয় হিসেবে স্বীকৃতি দেওয়া এবং দায় কমিয়ে আনা। যদি এই সমন্বয় করা না হয়, তাহলে অনুপার্জিত সেবা আয় দায় হিসেবে রয়ে যাবে এবং আয় হিসেবে স্বীকৃতি পাবে না।
আর্থিক বিবরণীতে প্রভাব:
দায় (Liabilities): অনুপার্জিত সেবা আয় দায় হিসেবে গণ্য হয়। যদি সমন্বয় সাধন না করা হয়, তাহলে দায় কম দেখানো হবে না, বরং দায় বেশি দেখানো হবে। কারণ, যে পরিমাণ সেবা প্রদান করা হয়েছে, সেই পরিমাণ দায় কমিয়ে আনা উচিত ছিল।
আয় (Income): অনুপার্জিত সেবা আয় যখন সেবা প্রদান করা হয়, তখন এটি আয় হিসেবে গণ্য হয়। যদি সমন্বয় সাধন না করা হয়, তাহলে আয় কম দেখানো হবে, কারণ আয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।
মুনাফা (Profit): আয় কম দেখানো হলে মুনাফাও কম দেখানো হবে।
প্রশ্নে বলা হয়েছে, তাসনু ট্রেডার্স ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। এর অর্থ হলো, এই ৮০,০০০ টাকা এখনো দায় হিসেবে রয়ে গেছে এবং আয় হিসেবে স্বীকৃতি পায়নি।

প্রশ্ন ৩৪. মাহরিন ওমেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত? (Mahrin and Mehnaz are two partners of a partnership firm. Their profit sharing ratio is 5:2. They admitted Sneha in business as a partner for 1/4 share of profit. What would be the new profit sharing ratio?)
ক) ৩ : ২ : ১ (3 : 2 : 1)     খ) ১৫ : ৬ : ৫ (15 : 6 : 5)
গ) ৯ : ৬ : ৩ (9 : 6 : 3)     ঘ) ১৫ : ৬ : ৭ (15 : 6 : 7)
সঠিক উত্তর: ঘ) ১৫ : ৬ : ৭ (15 : 6 : 7)

ব্যাখ্যা:  প্রাথমিক তথ্য:
– মাহরিন ও ওমেহনাজের মুনাফা বণ্টন অনুপাত = ৫:২
– স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টন দেওয়া হবে।
মোট অংশ নির্ণয়:
মাহরিন ও ওমেহনাজের অনুপাত ৫:২। তাই মোট অংশ = ৫ + ২ = ৭ অংশ।
স্নেহার অংশ:
স্নেহাকে ১/৪ অংশ দেওয়া হবে। অর্থাৎ, স্নেহার অংশ = ১/৪।
অবশিষ্ট অংশ:
স্নেহার অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ = ১ – ১/৪ = ৩/৪।
অবশিষ্ট অংশ বণ্টন:
মাহরিন ও ওমেহনাজের মধ্যে অবশিষ্ট ৩/৪ অংশ তাদের প্রাথমিক অনুপাত (৫:২) অনুযায়ী বণ্টন করা হবে।
– মাহরিনের অংশ = (৫/৭) × (৩/৪) = ১৫/২৮
– ওমেহনাজের অংশ = (২/৭) × (৩/৪) = ৬/২৮
স্নেহার অংশ:
স্নেহার অংশ = ১/৪ = ৭/২৮ (যেহেতু ১/৪ = ৭/২৮)
নতুন মুনাফা বণ্টন অনুপাত:
মাহরিন : ওমেহনাজ : স্নেহা = ১৫/২৮ : ৬/২৮ : ৭/২৮
এই অনুপাতকে সরলীকরণ করলে পাই: ১৫:৬:৭
উত্তর: ঘ) ১৫:৬:৭ (15:6:7)

প্রশ্ন ৩৫. কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? (Which of the following is deferred revenue expenditure?)
ক) অবচয় (Depreciation)
খ) অবলোপন (Amortization)
গ) প্রাথমিক খরচ (Preliminary expense)
ঘ) অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid expense)
সঠিক উত্তর: গ) প্রাথমিক খরচ (Preliminary expense)

ব্যাখ্যা: 1. অবচয় (Depreciation): অবচয় হচ্ছে এমন একটি খরচ যা স্থায়ী সম্পত্তির মূল্যহ্রাসের জন্য হিসাব করা হয়। যেমন, একটি গাড়ির মূল্য সময়ের সাথে সাথে কমে যায়, সেটা অবচয় হিসেবে গণ্য হয়। এটি দৈনিক খরচ হিসেবে গণ্য হয় এবং বিলম্বিত মুনাফা খরচের মধ্যে পড়ে না।
2. অবলোপন (Amortization): অবলোপন হলো অদৃশ্য বা অপ্রতিষ্ঠিত সম্পত্তির মূল্যহ্রাস। এটি সাধারণত অনধিকার সম্পত্তি (যেমন, পেটেন্ট, কপিরাইট) এর ক্ষেত্রে ব্যবহার হয়। এটি একধরণের খরচ হলেও, এটা বিলম্বিত মুনাফা খরচ হিসেবে গণ্য হয় না।
3. প্রাথমিক খরচ (Preliminary expense): প্রাথমিক খরচ হলো কোম্পানি প্রতিষ্ঠার সময় যে খরচগুলো করা হয়, যেমন নিবন্ধন ফি, আইনগত খরচ, এবং অন্যান্য প্রতিষ্ঠাকালীন খরচ। এই খরচগুলো পুরোপুরি একবারে খরচ হিসেবে গ্রহণ করা হয় না, বরং এটি সময়ের সাথে ধীরে ধীরে খরচ হিসেবে মান্য হয়। এজন্য এটিকে বিলম্বিত মুনাফা খরচ বলা হয়।
4. অগ্রিম প্রদত্ত খরচ (Prepaid expense): অগ্রিম প্রদত্ত খরচ হলো এমন খরচ যা ভবিষ্যতে পাওয়া যাবে, কিন্তু এখনই পরিশোধ করা হয়েছে। যেমন, ভবিষ্যতে ব্যবহারের জন্য অগ্রিম প্রদান করা বীমা প্রিমিয়াম বা ভাড়া। এটি সম্পূর্ণরূপে খরচ হিসেবেও গণ্য হয় না, বরং এটি একটি আসন্ন খরচ যা পরবর্তীতে বিভিন্ন সময় ভাগ করে পরিশোধ করা হবে।
তাহলে, প্রাথমিক খরচ (Preliminary expense) হল সেই খরচ যা এখন খরচ হিসেবেও দেখানো হয় না, বরং ভবিষ্যতে ভাগ করে খরচ হিসেবে দেখানো হবে, তাই এটি বিলম্বিত মুনাফা খরচ হিসেবে পরিচিত।
সঠিক উত্তর  গ) প্রাথমিক খরচ (Preliminary expense)।

প্রশ্ন ৩৬. নিট বিক্রয়ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬.,০০০টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? (Net sales and gross profit are Tk.30,000 and 6,000 respectively. What is the rate of mark-up?)
ক) ১৬.৬৭% (16.67%)         খ) ২০% (20%)
গ) ২৫% (25%)                ঘ) ৩০% (30%)
সঠিক উত্তর: গ) ২৫% (25%)

ব্যাখ্যা: এখানে নিট বিক্রয় = ৩০,০০০ টাকা।
মোট মুনাফা = ৬,০০০ টাকা।
ক্রয় মূল্য = নিট বিক্রয় – মোট মুনাফা
ক্রয় মূল্য = ৩০,০০০ – ৬,০০০
              = ২৪,০০০টাকা।
ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করার জন্য নিম্নলিখিত সূত্র ব্যবহার করা হয়:
ক্রয় মূল্যের উপর মুনাফার হার =(মোট মুনাফা/ক্রয় মূল্য)*১০০
ক্রয় মূল্যের উপর মুনাফার হার =( ৬,০০০ / ২৪,০০০ ) * ১০০
= ২৫%
উত্তর: গ) ২৫% (25%)

প্রশ্ন ৩৭. মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক- (Which one is most appropriate in case of raising capital?)
ক) এক মালিকানা কারবার (Sole-proprietorship)
খ) অংশীদার কোম্পানী (Partnership)
গ) পাবলিক কোম্পানী (Public limited company)
ঘ) ব্যক্তি মালিকানা কারবার (Private limited company)
সঠিক উত্তর: গ) পাবলিক কোম্পানী (Public limited company)

ব্যাখ্যা: মূলধন সংগ্রহের দৃষ্টিকোণ থেকে পাবলিক লিমিটেড কোম্পানি সর্বাধিক সুবিধাজনক, কারণ— শেয়ার বাজারে শেয়ার ইস্যু করা যায় → পাবলিক কোম্পানি সাধারণ জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের জন্য স্টক এক্সচেঞ্জে শেয়ার ইস্যু করতে পারে, যা মূলধন সংগ্রহের সবচেয়ে কার্যকর উপায়।
বৃহৎ বিনিয়োগকারীদের আকর্ষণ → ব্যাংক, বিনিয়োগকারী ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহজেই বিনিয়োগ করতে আগ্রহী হয়, কারণ এটি একটি স্বচ্ছ ও নিয়মিত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।
সীমাহীন মূলধন সংগ্রহের সুযোগ → একমালিকানা বা অংশীদারিত্বের তুলনায় পাবলিক কোম্পানি বড় পরিসরে বিনিয়োগ সংগ্রহ করতে পারে, যা ব্যবসা সম্প্রসারণের জন্য উপকারী।
ণ নেওয়া সহজ → বৃহৎ মূলধনের কারণে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সহজে ঋণ দিতে আগ্রহী হয়।
অন্য অপশন :
(ক) একমালিকানা কারবার → শুধুমাত্র মালিকের ব্যক্তিগত সঞ্চয় ও সীমিত ঋণের ওপর নির্ভরশীল।
(খ) অংশীদার কোম্পানি → সীমিত সংখ্যক অংশীদার থেকে মূলধন সংগ্রহ সম্ভব, যা বৃহৎ মূলধনের জন্য উপযুক্ত নয়।
(ঘ) ব্যক্তি মালিকানা কারবার (Private Limited Company) → এটি শুধুমাত্র কিছু নির্দিষ্ট বিনিয়োগকারীর কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে এবং স্টক মার্কেটে শেয়ার ইস্যু করতে পারে না, ফলে মূলধন সংগ্রহের সুযোগ সীমিত।

প্রশ্ন ৩৮. শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি? (Which of the following is the approximate time frame of industrial revolution?)
ক) ১৭৫০-১৮৫০ (1750-1850)

খ) ১৮৫০-১৯৫০ (1850-1950)
গ) ১৭৮০-১৮৮০ (1780-1880)
ঘ) ১৮২০-১৯২০ (1820-1920)
সঠিক উত্তর: ক) ১৭৫০-১৮৫০ (1750-1850)

ব্যাখ্যা: শিল্প বিপ্লব মূলত ১৮শ ও ১৯শ শতকের প্রথমার্ধে (প্রায় ১৭৫০-১৮৫০) ইউরোপ, বিশেষ করে ব্রিটেনে শুরু হয়েছিল। এটি ছিল অর্থনৈতিক, প্রযুক্তিগত ও সামাজিক পরিবর্তনের যুগ, যেখানে হাতের কাজ ও কৃষিভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্রনির্ভর শিল্প ও কারখানা ভিত্তিক উৎপাদনে পরিবর্তন ঘটে।
প্রধান কারণ –
» বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার (James Watt, ১৭৬৯)
» টেক্সটাইল শিল্পের বিকাশ
» লৌহ ও ইস্পাত উৎপাদনের উন্নতি
» পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ (রেলওয়ে, নৌযান)
» কারখানা ভিত্তিক উৎপাদন

প্রশ্ন ৩৯. কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) মধ্যবর্তী সময়ের ব্যবধান কত মাসের বেশি হবে না? (What are the maximum interval months between two annual general meetings of any company?)
ক) ১০ (10)           খ) ১২ (12)
গ) ১৫ (15)           ঘ) ১৮ (18)
সঠিক উত্তর: গ) ১৫ (15)

ব্যাখ্যা: কোনো যৌথ মূলধনী কোম্পানি (Joint Stock Company)-র দুইটি বার্ষিক সাধারণ সভার (Annual General Meeting – AGM) মধ্যবর্তী সর্বাধিক সময় ১৫ মাসের বেশি হতে পারবে না। এটি বেশিরভাগ দেশের কোম্পানি আইন (Company Act) অনুযায়ী নির্ধারিত।
প্রধান কারণ:
• প্রতিটি অর্থবছরে (Financial Year) একটি AGM হওয়া বাধ্যতামূলক।
• প্রথম AGM কোম্পানি নিবন্ধনের ১৮ মাসের মধ্যে করতে হয়।
• পরবর্তী AGM-গুলোর মধ্যে সর্বোচ্চ ১৫ মাসের ব্যবধান থাকতে পারে।
এজিএম-এর গুরুত্ব:
• কোম্পানির শেয়ারহোল্ডারদের সামনে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা।
• ডিরেক্টর ও নিরীক্ষক (Auditor) নিয়োগ বা পুনঃনিয়োগ।
• লভ্যাংশ অনুমোদন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।

প্রশ্ন ৪০. নিচের কোনটি একমালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? (Which of the following is not a charactristics of a sole proprietorship?)
ক) সীমাবদ্ধ দায় (Limited liability)
খ) সহজ গঠন (Easy to form)
গ) নিয়ন্ত্রিত মুনাফা (Restricted profit)
ঘ) মালিকের পূর্ণ নিয়োন্ত্রন (Full control by the owner)
সঠিক উত্তর: ক) সীমাবদ্ধ দায় (Limited liability)

ব্যাখ্যা: একমালিকানা ব্যবসায় (Sole Proprietorship) সীমাহীন দায় (Unlimited Liability) থাকে, অর্থাৎ ব্যবসার দায়-দেনা মালিকের ব্যক্তিগত সম্পত্তির ওপরও প্রভাব ফেলতে পারে।
একমালিকানা ব্যবসার বৈশিষ্ট্য:
• সহজ গঠন (Easy to form) → নিবন্ধন বা আইনি প্রক্রিয়া সহজ।
• মালিকের পূর্ণ নিয়ন্ত্রণ (Full control by the owner) → একক মালিক ব্যবসা পরিচালনা করেন।
• মুনাফা মালিকের হাতে থাকে (Not restricted profit) → মালিক নিজেই সম্পূর্ণ মুনাফা ভোগ করেন।

প্রশ্ন ৪১. নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়? (Which type of leadership style give full freedom to take decision to others?)
ক) গণতান্ত্রিক (Democratic)  

খ) অবাধ নীতি (Laissez-faire)
গ) স্বৈরতান্ত্রিক (Autocratic)
ঘ) রুপান্তরমূলক (Transformational)
সঠিক উত্তর: খ) অবাধ নীতি (Laissez-faire)

ব্যাখ্যা: Laissez-faire নেতৃত্ব শৈলী এমন একটি শৈলী যেখানে নেতা দল বা কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ স্বাধীনতা দেন এবং হস্তক্ষেপ কম করেন।
প্রধান বৈশিষ্ট্য:
– কর্মীদের পূর্ণ স্বাধীনতা ও দায়িত্ব দেওয়া হয়।
– নেতা শুধুমাত্র দিকনির্দেশনা দেন, কিন্তু সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেন না।
– সাধারণত দক্ষ, স্ব-নিয়ন্ত্রিত ও সৃজনশীল কর্মীদের জন্য কার্যকর।
অন্য অপশনগুলো:
(ক) গণতান্ত্রিক (Democratic): নেতা দলীয় সদস্যদের মতামত গ্রহণ করেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিজেই নেন।
(গ) স্বৈরতান্ত্রিক (Autocratic): নেতা নিজেই সব সিদ্ধান্ত নেন, অন্যদের স্বাধীনতা দেন না।
(ঘ) রূপান্তরমূলক (Transformational): নেতা কর্মীদের অনুপ্রাণিত করেন এবং নির্দেশনা দেন, তবে সম্পূর্ণ স্বাধীনতা দেন না।

প্রশ্ন ৪২. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়? (Which one of the following is not an external environmental factor?)
ক) প্রতিযোগী (Competitors)
খ) প্রযুক্তি (Technology)
গ) গ্রাহক (Customers)
ঘ) সাংগঠনিক সংস্কৃতি (OrganizationalCulture)
সঠিক উত্তর: ঘ) সাংগঠনিক সংস্কৃতি (OrganizationalCulture)

ব্যাখ্যা: একটি ব্যবসার পরিবেশকে সাধারণত বাহ্যিক (External) ও অভ্যন্তরীণ (Internal) পরিবেশ—এই দুই ভাগে ভাগ করা হয়।
সাংগঠনিক সংস্কৃতি হলো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের অংশ, যা কর্মীদের আচরণ, মূল্যবোধ, নীতি ও কাজের ধরণ দ্বারা নির্ধারিত হয়। এটি প্রতিষ্ঠান বা ব্যবসার অভ্যন্তরীণ বিষয় এবং বাহ্যিক পরিবেশের অংশ নয়।
বাহ্যিক পরিবেশের উপাদানসমূহ:
• প্রতিযোগী (Competitors) → ব্যবসার বাইরের অন্যান্য কোম্পানি যারা একই পণ্য বা সেবা প্রদান করে।
• প্রযুক্তি (Technology) → বাহ্যিক উদ্ভাবন যা ব্যবসার কার্যক্রমকে প্রভাবিত করে।
• গ্রাহক (Customers) → বাহ্যিক অংশ যারা পণ্য বা সেবা ক্রয় করে এবং ব্যবসার চাহিদাকে নির্ধারণ করে।

প্রশ্ন ৪৩. কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? (Which management principle encourages decentralization of leadership?)
ক) আদেশের ঐক্য (Unity of command)
খ) নমনীয়তার নীতি (Princile of flexibility)
গ) জোড়া-মই শিকল (Scalar chain)
ঘ) কর্তৃত্ব প্রদানকরন (Delegation of Authority)
সঠিক উত্তর: ঘ) কর্তৃত্ব প্রদানকরন (Delegation of Authority)

ব্যাখ্যা: কর্তৃত্ব প্রদান (Delegation of Authority) হলো ব্যবস্থাপনার একটি নীতি যেখানে নেতৃত্ব বা ক্ষমতা উচ্চপর্যায়ের ব্যবস্থাপক থেকে নিম্নস্তরের কর্মীদের মধ্যে বণ্টন করা হয়। এটি নেতৃত্বের বিকেন্দ্রীকরণ (Decentralization of Leadership) কে উৎসাহিত করে।
প্রধান বৈশিষ্ট্য:
» দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিভিন্ন স্তরে বিতরণ করা হয়।
» কর্মীদের স্বায়ত্তশাসন বাড়ে এবং নেতৃত্বের বিকাশ ঘটে।
» ব্যবস্থাপকরা গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তে মনোযোগ দিতে পারেন।
অন্য অপশন:
(ক) আদেশের ঐক্য (Unity of Command): প্রতিটি কর্মচারী শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে আদেশ পাবেন, যা বিকেন্দ্রীকরণের চেয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেয়।
(খ) নমনীয়তার নীতি (Principle of Flexibility): এটি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর নীতি, কিন্তু নেতৃত্ব বিকেন্দ্রীকরণ সরাসরি উৎসাহিত করে না।
(গ) জোড়া-মই শিকল (Scalar Chain): এটি সাংগঠনিক কাঠামোর মধ্যে আদেশের শৃঙ্খলাকে বোঝায়, যা সাধারণত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখে।

প্রশ্ন ৪৪. ‘প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট’ কে লিখেছেন? (‘The practice of Management’ is written by-)
ক) পিটার এফ ড্রাকার (Peter F. Druker)
খ) হেরিংটন ইমারসন (Herrington Emerson)
গ) হেনরি ফেয়ল (Henry Fayol)
ঘ) এফ ডব্লিউ টেইলর (F.W. Taylor)
সঠিক উত্তর: ক) পিটার এফ ড্রাকার (Peter F. Druker)

ব্যাখ্যা: “The Practice of Management” বইটি ১৯৫৪ সালে পিটার এফ. ড্রাকার (Peter F. Drucker) লিখেছিলেন। এটি আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন ৪৫. যৌথ মূলধণী ব্যবসায়ের ‘জন্ম সনদ’ বলা হয় কোনাটিকে? (Which one is called the “Birth Certificate” of joint stock busiteses?)
ক) নিবন্ধন পত্র (Memorandum of association)
খ) স্বারকলিপি (Articles of association)
গ) সংঘবিধি (Certificate of incorporation)
ঘ) কার্যারম্ভের অনুমতি পত্র (Certificate of commencement)
সঠিক উত্তর: গ) সংঘবিধি (Certificate of incorporation)

ব্যাখ্যা: সংঘবিধি (Certificate of Incorporation) হলো যৌথ মূলধনী কোম্পানির (Joint Stock Company) “জন্ম সনদ”, কারণ এটি পাওয়ার পরেই কোম্পানি আইনি সত্তা (Legal Entity) হিসেবে স্বীকৃতি পায়।
কেন এটি “জন্ম সনদ”?
এটি পাওয়ার পর কোম্পানি একটি স্বতন্ত্র আইনি সত্তা (Separate Legal Entity) হিসেবে গৃহীত হয়।
এটি কোম্পানির নিবন্ধনের আনুষ্ঠানিক প্রমাণপত্র, যা সরকার কর্তৃক ইস্যু করা হয়।
কোম্পানি এখন চুক্তি করতে পারে, সম্পত্তি কিনতে পারে এবং মামলা-মোকদ্দমা চালাতে পারে।
অন্য অপশন :
(ক) নিবন্ধন পত্র (Memorandum of Association): এটি কোম্পানির গঠনমূলক দলিল, যা কোম্পানির উদ্দেশ্য, কার্যপরিধি ও আইনি কাঠামো নির্ধারণ করে, তবে এটি “জন্ম সনদ” নয়।
(খ) স্বারকলিপি (Articles of Association): এটি কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার নিয়ম ও বিধি-বিধান নির্ধারণ করে।
(ঘ) কার্যারম্ভের অনুমতি পত্র (Certificate of Commencement): এটি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য প্রয়োজন হয়, তবে এটি কোম্পানির আইনি সত্তা প্রাপ্তির জন্য আবশ্যক নয়।

প্রশ্ন ৪৬. কোনটি স্থায়ী পরিকল্পনা? (Which one of the following is standing plan?)
ক) বাজেট (Budget)           খ) নীতি (Policy)
গ) কর্মসূচি (Program)         ঘ) প্রকল্প (Project)
সঠিক উত্তর: খ) নীতি (Policy)

ব্যাখ্যা: স্থায়ী পরিকল্পনা (Standing Plan) হলো এমন একটি পরিকল্পনা, যা দীর্ঘমেয়াদী, বারবার প্রয়োগযোগ্য এবং নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে। এটি প্রতিষ্ঠানের সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত অনুসরণ করা হয়।
নীতি (Policy) কেন স্থায়ী পরিকল্পনা?
এটি একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী গাইডলাইন, যা সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নির্ধারণ করে।
বিভিন্ন পরিস্থিতিতে একই নীতি বারবার প্রয়োগ করা যায়।
এটি ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য নিয়মিত অনুসরণযোগ্য নীতি ও নিয়ম নির্ধারণ করে।
অন্য অপশন
(ক) বাজেট (Budget): এটি অস্থায়ী পরিকল্পনা, কারণ এটি নির্দিষ্ট সময়ের জন্য (সাধারণত এক অর্থবছরের জন্য) করা হয়।
(গ) কর্মসূচি (Program): এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা।
(ঘ) প্রকল্প (Project): এটি এককালীন বা নির্দিষ্ট সময়সীমার জন্য পরিকল্পিত উদ্যোগ, যা কাজ শেষ হলে শেষ হয়ে যায়।

প্রশ্ন ৪৭. নাবালক _____ ধরনের অংশিদার। (Minor is a _____ type of partner.)
ক) সক্রিয় (active)    খ) সীমাবদ্ধ (limited)
গ) নিষ্ক্রিয় (idle)      ঘ) স্বাভাবিক (natural)
সঠিক উত্তর: খ) সীমাবদ্ধ (limited)

ব্যাখ্যা: নাবালক (Minor) আইনি দৃষ্টিকোণ থেকে একটি অংশীদারি ব্যবসার পূর্ণাঙ্গ অংশীদার হতে পারে না, কারণ সে আইনত চুক্তি করার ক্ষমতা রাখে না। তবে, বিশেষ কিছু শর্তে সীমিত অংশীদার (Limited Partner) হিসেবে অন্তর্ভুক্ত হতে পারে।
কেন “সীমাবদ্ধ (Limited)” অংশীদার?
নাবালক শুধুমাত্র মুনাফার অংশীদার হতে পারে, তবে ক্ষতির দায় বহন করতে বাধ্য নয়।
সে ব্যবসার ব্যবস্থাপনায় অংশ নিতে পারে না।
নাবালক ১৮ বছর পূর্ণ হলে চাইলে সাধারণ অংশীদার হতে পারে অথবা অংশীদারি ত্যাগ করতে পারে।

প্রশ্ন ৪৮. প্যাটেন্ট কোন ধরনেব সম্পত্তি? (Which type of asset is patent?)
ক) নগদ (Cash)      খ) চলতি (current)
গ) কৃত্রিম (Artificial) ঘ) অস্পৃশ্য (Intangible)
সঠিক উত্তর: ঘ) অস্পৃশ্য (Intangible)

ব্যাখ্যা: প্যাটেন্ট (Patent) হলো একটি অস্পৃশ্য সম্পত্তি (Intangible Asset), কারণ এটি শারীরিকভাবে স্পর্শ বা দেখা যায় না, তবে এটি আর্থিক মূল্য বহন করে। এটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি (Intellectual Property) হিসেবে বিবেচিত হয় এবং মালিককে নির্দিষ্ট সময়ের জন্য কোনো নতুন উদ্ভাবন একচেটিয়া ব্যবহারের অধিকার প্রদান করে।
অন্য অপশন :
(ক) নগদ (Cash): নগদ টাকা শারীরিকভাবে বিদ্যমান এবং লিকুইড সম্পত্তি, যা প্যাটেন্ট নয়।
(খ) চলতি (Current): চলতি সম্পদ স্বল্পমেয়াদী এবং সহজে নগদে রূপান্তরযোগ্য হয়, কিন্তু প্যাটেন্ট দীর্ঘমেয়াদী সম্পত্তি।
(গ) কৃত্রিম (Artificial): প্যাটেন্ট কৃত্রিম নয়, এটি একটি আইনি অধিকার যা আবিষ্কারককে সুরক্ষা দেয়।

প্রশ্ন ৪৯. বিপনন মিশ্রনের কেন্দ্র বিন্দুতে কে থাকে? (Who is at the center of the marketing mix?)
ক) এজেন্ট (Agent)     খ) পাইকার (Wholesaler)
গ) উৎপাদক (Producer)     ঘ) ভোক্তা (Customer)
সঠিক উত্তর: ঘ) ভোক্তা (Customer)

ব্যাখ্যা: বিপণন মিশ্রণ (Marketing Mix) মূলত পণ্য (Product), মূল্য (Price), প্রক্রিয়া (Process), প্রচার (Promotion) এবং বিতরণ (Place)—এই উপাদানগুলোর সমন্বয়, যা একটি ব্যবসার বিপণন কৌশল নির্ধারণ করে।
কেন “ভোক্তা (Customer)” বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু?
বিপণন কার্যক্রমের মূল লক্ষ্য হলো ভোক্তার চাহিদা ও সন্তুষ্টি নিশ্চিত করা।
পণ্য, মূল্য নির্ধারণ, প্রচার এবং বিতরণ—সবকিছুই ভোক্তার প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করা হয়।
একটি সফল বিপণন কৌশলের মূল ফোকাস হলো “কাস্টমার সেন্ট্রিক অ্যাপ্রোচ” বা ভোক্তা-কেন্দ্রিকতা।
অন্য অপশন :
(ক) এজেন্ট (Agent): এজেন্ট বিপণনের একটি মাধ্যম, কিন্তু কেন্দ্রবিন্দু নয়।
(খ) পাইকার (Wholesaler): পাইকার বিতরণ চ্যানেলের অংশ হলেও, মূল লক্ষ্য ভোক্তাদের কাছে পণ্য পৌঁছানো।
(গ) উৎপাদক (Producer): উৎপাদক পণ্য তৈরি করে, তবে বিপণন মিশ্রণের মূল লক্ষ্য উৎপাদক নয়, বরং ভোক্তার সন্তুষ্টি।

প্রশ্ন ৫০. কোনটি কার্যকরী বাজার বিভক্তি করনের বৈশিষ্ট নয়? (Which one of the following is not the characteristics of effective segmentation?)
ক) পরিমাপযোগ্য (Measurable)
খ) প্রবেশযোগ্য (Accessible)
গ) কর্মোপযোগী (Actionable)
ঘ) নির্ভরযোগ্য (Reliable)
সঠিক উত্তর: ঘ) নির্ভরযোগ্য (Reliable)

ব্যাখ্যা: কার্যকরী বাজার বিভক্তির (Effective Market Segmentation) কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যেমন:
1. পরিমাপযোগ্য (Measurable): প্রতিটি বাজার অংশের আকার, চাহিদা এবং ক্রয়ক্ষমতা পরিমাপ করা যায়।
2. প্রবেশযোগ্য (Accessible): নির্দিষ্ট বাজার লক্ষ্যভুক্ত করা এবং কার্যকরভাবে পরিবেশন করা সম্ভব হয়।
3. কর্মোপযোগী (Actionable): ব্যবসার কৌশল অনুযায়ী এটি ব্যবহার করা যায় এবং সেগমেন্টের প্রতিক্রিয়া পাওয়া যায়।

প্রশ্ন ৫১. কোনটি পন্যের স্বত্ত্বগত উপযোগ সৃষ্টি করে? (Which one of the following creates possession utility?)
ক) পরিবহন (Transportation)
খ) গুদামজাতকরন (Warehouseing)
গ) ক্রয়-বিক্রয় (Buying-Selling)
ঘ) বিজ্ঞাপন (Advertising)
সঠিক উত্তর: গ) ক্রয়-বিক্রয় (Buying-Selling)

ব্যাখ্যা: পণ্যের স্বত্বগত উপযোগ (Possession Utility) হলো সেই উপযোগ, যা একজন ভোক্তার হাতে পণ্য হস্তান্তরের মাধ্যমে তৈরি হয়। যখন কোনো গ্রাহক একটি পণ্য ক্রয় করে, তখন সে পণ্যের মালিকানা পায় এবং সেটি ব্যবহারের সুযোগ লাভ করে—এটাই স্বত্বগত উপযোগ।
অন্য অপশন :
(ক) পরিবহন (Transportation): এটি স্থানগত উপযোগ (Place Utility) তৈরি করে, কারণ এটি পণ্যকে উৎপাদনস্থল থেকে ভোক্তার কাছে পৌঁছে দেয়।
(খ) গুদামজাতকরণ (Warehousing): এটি কালের উপযোগ (Time Utility) তৈরি করে, কারণ এটি পণ্য সংরক্ষণ করে ভবিষ্যতে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে।
(ঘ) বিজ্ঞাপন (Advertising): এটি তথ্যগত উপযোগ (Information Utility) তৈরি করে, কারণ এটি ভোক্তাকে পণ্যের সম্পর্কে তথ্য দেয়, কিন্তু মালিকানা পরিবর্তন করে না।

প্রশ্ন ৫২. পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমান সম্পদ ব্যবহারকে নীচের কোনটি দিয়ে বোঝায়? (Which one of the following means producing goods and services using the least amount of resources?)
ক) কার্যকারিতা (Effectivencess)
খ) দক্ষতা (Efficiency)
গ) মিতব্যয়ীতা (Economical)
ঘ) সঠিক ব্যবহার (Proper Utilization)
সঠিক উত্তর: খ) দক্ষতা (Efficiency)

ব্যাখ্যা: দক্ষতা (Efficiency) বলতে বোঝায় সর্বনিম্ন সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদন বা ফলাফল অর্জন করা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে অপচয় কমিয়ে সর্বোচ্চ আউটপুট নিশ্চিত করা হয়।
কেন “দক্ষতা (Efficiency)” সঠিক উত্তর?
এটি কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করে।
উৎপাদন প্রক্রিয়ার সময়, শ্রম, উপকরণ এবং অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে।
এটি ব্যবসার প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করে।
অন্য অপশন :
(ক) কার্যকারিতা (Effectiveness): এটি সঠিকভাবে লক্ষ্য অর্জনের কথা বলে, কিন্তু এটি কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন নিশ্চিত করে না।
(গ) মিতব্যয়ীতা (Economical): এটি খরচ কমানোর সাথে সম্পর্কিত, তবে উৎপাদন দক্ষতার সংজ্ঞার সাথে পুরোপুরি মেলে না।
(ঘ) সঠিক ব্যবহার (Proper Utilization): এটি সম্পদের উপযুক্ত ব্যবহারের ধারণা বোঝায়, তবে দক্ষতার মতো উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করে না।

প্রশ্ন ৫৩. নীচের কোনটি পণ্যের উপাদান নয়? (Which one of the following is not an element of product?)
ক) গুণমান (Quality) খ) ডিজাইন (Design)
গ) মজুদ (Inventory) ঘ) ব্র্র্যান্ড নাম (Brand name)
সঠিক উত্তর: গ) মজুদ (Inventory)

ব্যাখ্যা: পণ্য (Product) এর উপাদান বলতে সেই বৈশিষ্ট্যগুলো বোঝায়, যা একটি পণ্যকে আকর্ষণীয় ও কার্যকর করে তোলে। সাধারণত, পণ্যের প্রধান উপাদানগুলো হলো গুণমান (Quality), ডিজাইন (Design), বৈশিষ্ট্য (Features), ব্র্যান্ড নাম (Brand Name), প্যাকেজিং (Packaging), এবং ওয়ারেন্টি (Warranty)।
কেন “মজুদ (Inventory)” পণ্যের উপাদান নয়?
মজুদ (Inventory) হলো সরবরাহ শৃঙ্খলের অংশ, যা পণ্য সংরক্ষণ ও বিতরণের সাথে সম্পর্কিত।
এটি পণ্য উৎপাদন ও বিপণন কৌশলের অন্তর্ভুক্ত হলেও, পণ্যটির নিজস্ব বৈশিষ্ট্যের অংশ নয়।
পণ্য উৎপাদনের পরে, এটি স্টক হিসেবে সংরক্ষণ করা হয়, যা সরবরাহ ব্যবস্থার একটি দিক।

প্রশ্ন ৫৪. পণ্যের জীবন চক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্দি কমতে থাকে? (At what stage is the product lifecycle do the sales growth start to ‍slowdown?)
ক) পণ্য উন্নয়ন (Product development)
খ) সূচনা (Introduction)
গ) প্রবৃদ্দি (Growth)
ঘ) পূর্ণতা (Maturity)
সঠিক উত্তর: ঘ) পূর্ণতা (Maturity)

ব্যাখ্যা: পণ্যের জীবনচক্র (Product Life Cycle – PLC) চারটি প্রধান স্তরে বিভক্ত:
1. পণ্য উন্নয়ন (Product Development): পণ্য তৈরির প্রাথমিক পর্যায়, যেখানে বিক্রয় শুরু হয় না।
2. সূচনা (Introduction): পণ্য বাজারে আসে, কিন্তু বিক্রয় কম থাকে কারণ গ্রাহকরা এখনো এটি সম্পর্কে সচেতন নয়।
3. প্রবৃদ্ধি (Growth): বিক্রয় দ্রুত বৃদ্ধি পায়, কারণ গ্রাহকদের মধ্যে চাহিদা বাড়তে থাকে।
4. পূর্ণতা (Maturity): বিক্রয়ের হার শীর্ষে পৌঁছে, তবে বৃদ্ধির হার কমে যায় কারণ বাজার প্রতিযোগিতায় পূর্ণ হয়ে যায়।

প্রশ্ন ৫৫. নীচের কোনটি বাজারজাতকরন মিশ্রনের উপাদান নয়? (Which one of the following is not an element of the marketing mix?)
ক) পন্য (Product)    খ) স্থান (Place)
গ) মূল্য (Price)       ঘ) মুনাফা (Profit)
সঠিক উত্তর: ঘ) মুনাফা (Profit)

ব্যাখ্যা: বাজারজাতকরণ মিশ্রণ (Marketing Mix) মূলত 4P এর উপর ভিত্তি করে গঠিত, যা একটি পণ্য বা সেবা বাজারে সফলভাবে প্রচার ও বিক্রয় করার কৌশল নির্ধারণ করে।
4P এর প্রধান উপাদান:
1. পণ্য (Product): যা গ্রাহকদের চাহিদা পূরণ করে।
2. স্থান (Place): যেখানে পণ্য বা সেবা বিতরণ করা হয়।
3. মূল্য (Price): পণ্য বা সেবার নির্ধারিত মূল্য, যা গ্রাহক প্রদান করে।
4. প্রচার (Promotion): পণ্য সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে ব্যবহৃত কৌশল।
অন্যদিকে, মুনাফা হলো একটি আর্থিক ফলাফল, যা বাজারজাতকরণ কৌশলের ফলস্বরূপ আসে, কিন্তু এটি মার্কেটিং মিশ্রণের সরাসরি উপাদান নয়।

প্রশ্ন ৫৬. পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা ও পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে কি বলে? (Which one of the following terms referees difference between customer perceived benefits and what has paid?)
ক) ক্রেতা আনুগাত্য (Customer loyalty)
খ) ক্রেতা সন্তুষ্টি (Customer satiafaction)
গ) ক্রেতা ভ্যালু (Customer value)
ঘ) বিনিময় (Exchange)
সঠিক উত্তর: গ) ক্রেতা ভ্যালু (Customer value)

ব্যাখ্যা: ক্রেতা ভ্যালু (Customer Value) হলো সেই পার্থক্য, যা একজন গ্রাহক পণ্য বা সেবা থেকে যে সুবিধা পান এবং সে জন্য যে মূল্য পরিশোধ করেন, তার মধ্যে পাওয়া যায়। এটি গ্রাহকের দৃষ্টিকোণ থেকে পণ্যের মোট উপযোগিতা এবং তার ব্যয়ের তুলনামূলক বিশ্লেষণ বোঝায়।
কেন “ক্রেতা ভ্যালু (Customer Value)” সঠিক উত্তর?
গ্রাহক যখন একটি পণ্য কেনেন, তখন তিনি শুধু পণ্যটির বৈশিষ্ট্যই নয়, বরং তার প্রত্যাশিত সুবিধাও বিবেচনা করেন।
যদি গ্রাহক মনে করেন যে পণ্যের সুবিধা তার খরচের তুলনায় বেশি, তাহলে তিনি সেটাকে মূল্যবান (Valuable) মনে করেন।
ক্রেতা ভ্যালু = প্রাপ্ত সুবিধা (Perceived Benefits) – ব্যয় (Cost/Paid Price)
অন্য অপশন :
(ক) ক্রেতা আনুগত্য (Customer Loyalty): এটি তখন ঘটে যখন ক্রেতা দীর্ঘমেয়াদে একটি ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ত থাকেন, কিন্তু এটি সরাসরি “প্রাপ্ত সুবিধা বনাম ব্যয়ের পার্থক্য” বোঝায় না।
(খ) ক্রেতা সন্তুষ্টি (Customer Satisfaction): এটি বোঝায় গ্রাহক পণ্য থেকে তার প্রত্যাশিত অভিজ্ঞতা পেয়েছেন কি না, কিন্তু এটি সরাসরি অর্থনৈতিক পার্থক্য নয়।
(ঘ) বিনিময় (Exchange): এটি পণ্য বা সেবা অর্জনের জন্য কিছু মূল্য প্রদান করার প্রক্রিয়া বোঝায়, তবে এখানে সুবিধা ও ব্যয়ের তুলনা অন্তর্ভুক্ত নয়।

প্রশ্ন ৫৭. পরিবহন বিপনন মিশ্রনের কোন উপাদানের উপ-উপাদান- (Which of the following is the sub-element of Transportation’?)
ক) পন্য (Product)    খ) মূল্য (Price)
গ) স্থান (Place)       ঘ) প্রসার (Promotion)
সঠিক উত্তর: গ) স্থান (Place)

ব্যাখ্যা: বাজারজাতকরণ মিশ্রণ (Marketing Mix) এর 4P মডেল-এ “স্থান (Place)” হলো সেই উপাদান, যা পণ্য বা সেবাকে গ্রাহকের কাছে পৌঁছানোর কৌশল ও চ্যানেল নির্ধারণ করে।
“পরিবহন (Transportation)” কেন “স্থান (Place)” এর উপ-উপাদান?
পরিবহন পণ্য বিতরণের অন্যতম প্রধান মাধ্যম।
এটি উৎপাদকের কাছ থেকে পাইকার, খুচরা বিক্রেতা ও গ্রাহকের কাছে পণ্য পৌঁছানোর ব্যবস্থা করে।
“স্থান (Place)” উপাদানের মাধ্যমে নির্ধারিত হয় বিতরণ চ্যানেল, সরবরাহ ব্যবস্থা এবং গুদামজাতকরণ, যার মধ্যে পরিবহন (Transportation) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
অন্য অপশন :
(ক) পণ্য (Product): এটি পণ্যের বৈশিষ্ট্য, গুণগত মান, ব্র্যান্ডিং ইত্যাদির সঙ্গে সম্পর্কিত, পরিবহনের সঙ্গে নয়।
(খ) মূল্য (Price): এটি পণ্যের মূল্য নির্ধারণের কৌশল বোঝায়, যা পরিবহনের উপাদান নয়।
(ঘ) প্রসার (Promotion): এটি বিজ্ঞাপন, ব্যক্তিগত বিক্রয়, প্রচার ইত্যাদির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার কৌশল নিয়ে কাজ করে, যা পরিবহনের সঙ্গে সম্পর্কিত নয়।

প্রশ্ন ৫৮. PERT এর পূর্ণরূপ কি? What is the full form of PERT?
ক) Program Evaluiation Review Technique
খ) Program Evaluiation Result Test
গ) Program Evaluiation Result Technique
ঘ) Program Evaluiation Review Test
সঠিক উত্তর: ক) Program Evaluiation Review Technique

ব্যাখ্যা: PERT (Program Evaluation Review Technique) হলো একটি প্রকল্প ব্যবস্থাপনা (Project Management) পদ্ধতি, যা বিশেষভাবে জটিল ও সময়সীমার ওপর নির্ভরশীল কাজগুলোর পরিকল্পনা ও সমন্বয় করতে ব্যবহৃত হয়।

প্রশ্ন ৫৯. গুদামজাতকরন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? (Which type of utility is created by warehousing?)
ক) রুপগত (Form)            খ) স্থানগত (Place)
গ) স্বতৃগত (Ownership)      ঘ) সময়গত (Time)
সঠিক উত্তর: ঘ) সময়গত (Time)

ব্যাখ্যা: গুদামজাতকরণ (Warehousing) হলো পণ্য সংরক্ষণ এবং তাদের পরে বিতরণের প্রক্রিয়া। এর মাধ্যমে পণ্যগুলি বিভিন্ন সময়ের মধ্যে সংরক্ষিত হয় এবং যথাযথ সময়ের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছানো হয়।
গুদামজাতকরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়:
সময়গত উপযোগ (Time Utility):
গুদামজাতকরণের মাধ্যমে পণ্যকে প্রয়োজনীয় সময়ে গ্রাহকের কাছে সরবরাহ করা সম্ভব হয়। এর মানে হলো, যখন গ্রাহকদের পণ্যের প্রয়োজন হয়, তখন তাদের কাছে তা পৌঁছানোর জন্য গুদামে সংরক্ষণ করা হয়।

প্রশ্ন ৬০. নিচের কোনটি স্থির ব্যয় নয়? (Which of the following is not fixed cost?)
ক) কাঁচামালের খরচ (Cost of raw materials)
খ) বিমা প্রিমিয়াম (Insurance premium)
গ) বেতন (Salary)
ঘ) কারখানা ভাড়া (Rent of the factory)
সঠিক উত্তর: ক) কাঁচামালের খরচ (Cost of raw materials)

ব্যাখ্যা: স্থির ব্যয় (Fixed cost) হলো এমন ব্যয় যা উৎপাদন পরিমাণের সঙ্গে পরিবর্তিত হয় না। অর্থাৎ, উৎপাদন বাড়লেও বা কমলেও এই খরচের পরিমাণ অপরিবর্তিত থাকে।
কাঁচামালের খরচ উৎপাদনের পরিমাণের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ, যত বেশি পণ্য উৎপাদন হবে, তত বেশি কাঁচামালের খরচ হবে। তাই এটি পরিবর্তনশীল ব্যয় (Variable cost) হিসেবে গণ্য হয়, কারণ এটি উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে।
অন্য অপশন :
(খ) বিমা প্রিমিয়াম (Insurance premium): এটি স্থির ব্যয় (Fixed cost), কারণ বিমার খরচ প্রতি মাসে বা বছরে একই থাকে, এবং উৎপাদনের পরিমাণের সঙ্গে পরিবর্তিত হয় না।
(গ) বেতন (Salary): এটি সাধারণত স্থির ব্যয় (Fixed cost), কারণ বেতন সাধারণত উৎপাদন পরিমাণের উপর নির্ভর করে না এবং নির্দিষ্ট সময়ে একই থাকে।
(ঘ) কারখানা ভাড়া (Rent of the factory): এটি একটি স্থির ব্যয় (Fixed cost), কারণ কারখানার ভাড়া নির্দিষ্ট সময় অন্তর পরিশোধ করতে হয় এবং এটি উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না।

প্রশ্ন ৬১. নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? (Which of the following is not a source of short term financing?)
ক) বাণিজ্যিক পত্র (Commercial paper)
খ) প্রদয়ে বিল (Bills payable)
গ) ডিবেঞ্চার (Debenture)
ঘ) বিল বাট্টাকরণ (Bills Discounted)
সঠিক উত্তর: গ) ডিবেঞ্চার (Debenture)

ব্যাখ্যা: স্বল্পমেয়াদী অর্থায়ন (Short-term financing) সাধারণত ১ বছরের কম সময়ের জন্য নেওয়া হয়, যা ব্যবসার চলতি মূলধনের চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত হয়।
A. বাণিজ্যিক পত্র (Commercial Paper) – এটি একটি স্বল্পমেয়াদি ঋণপত্র, যা সাধারণত ৩ থেকে ৬ মাসের জন্য ইস্যু করা হয়। বড় কোম্পানিগুলো স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহের জন্য এটি ব্যবহার করে।
B. প্রদেয় বিল (Bills Payable) – এটি ব্যবসার বকেয়া দায়গুলোর মধ্যে পড়ে, যা সাধারণত স্বল্পমেয়াদী হয় এবং সরবরাহকারীদের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।
C. ডিবেঞ্চার (Debenture) – এটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। ডিবেঞ্চার সাধারণত ৫-১০ বছর বা তার বেশি সময়ের জন্য ইস্যু করা হয়।এটি কোম্পানির একটি ঋণপত্র, যেখানে নির্দিষ্ট সুদের ভিত্তিতে অর্থ সংগ্রহ করা হয়।
D. বিল বাট্টাকরণ (Bills Discounted) – এটি ব্যাংক থেকে স্বল্পমেয়াদি অর্থ সংগ্রহের একটি পদ্ধতি, যেখানে ব্যবসা তাদের প্রাপ্ত বিলগুলো নির্দিষ্ট কমিশনের বিনিময়ে ব্যাংকের কাছে নগদে বিক্রি করে।
ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস, তাই এটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়। যেহেতু এটি দীর্ঘমেয়াদী, তাই এটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়।
সঠিক উত্তর: C. ডিবেঞ্চার (Debenture)

প্রশ্ন ৬২. জিরো কুপন ইস্যু করা হয়। (Zero coupon bond is issued:)
ক) অভিহিত মূল্যে (at face value)

খ) বাট্টাতে (at discount)
গ) অধিহারে (at premium)
ঘ) বাজারমূলে (at market value).
সঠিক উত্তর: খ) বাট্টাতে (at discount)

ব্যাখ্যা: সঠিক উত্তর: B বাট্টাতে (at discount)
A. অভিহিত মূল্যে (At Face Value):
সাধারণত সুদসহ বন্ড অভিহিত মূল্যে ইস্যু করা হয়, কিন্তু জিরো কুপন বন্ড এরকম নয়।এতে সুদ নেই, তাই অভিহিত মূল্যে ইস্যু করা হলে বিনিয়োগকারীরা লাভ পাবে না।
B. বাট্টাতে (at discount)
জিরো কুপন বন্ড (Zero Coupon Bond) হলো এমন এক ধরনের বন্ড, যেখানে কোনো সুদ (কুপন) দেওয়া হয় না। সাধারণ বন্ডে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় পরপর সুদ পায়, কিন্তু জিরো কুপন বন্ডে বিনিয়োগকারী শুধুমাত্র মেয়াদ শেষে মূল টাকা পায়।
যেহেতু এই বন্ডে সুদ নেই, তাই এটি মূল দাম (Face Value) থেকে কম দামে বিক্রি করা হয়, অর্থাৎ “বাটাতে (Discount)” ইস্যু করা হয়।
C. অধিহারে (At Premium): “অধিহারে” মানে হলো মূল দামের চেয়ে বেশি দামে বিক্রি করা। কিন্তু জিরো কুপন বন্ড তো কোনো সুদ দেয় না, তাই কেউ এটি বেশি দামে কিনবে না।
D. বাজারমূল্যে (At Market Value): বাজারমূল্য সব সময় ওঠানামা করে। কিন্তু বন্ড ইস্যুর সময় সেটি “বাট্টাতে” দেওয়া হয়, বাজারমূল্যে নয়।

প্রশ্ন ৬৩. নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যত অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়? (Which method determines the present values of future cash flows?)
ক) বাট্টাকরণ (Discounting)

খ) মূলধনিকরণ (Cupitalization)
গ) অ্যানুইটি (Annuity) ঘ) চক্রবৃদ্ধি (Compounding)
সঠিক উত্তর: ক) বাট্টাকরণ (Discounting)

ব্যাখ্যা: সঠিক উত্তর: A
A. বাট্টাকরণ (Discounting)
আমরা জানি, ভবিষ্যতের ১০০ টাকা আর বর্তমানের ১০০ টাকা এক জিনিস নয়। কারণ ভবিষ্যতে  সময়ের সাথে টাকার মূল্যও কমে যায়। তাই, ভবিষ্যতের অর্থ আজকের  দিনে কত মূল্যবান, তা নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় “বাট্টাকরণ” (Discounting)।
B. মূলধনিকরণ (Capitalization):
এটি ভবিষ্যতের পরিবর্তে বর্তমান আয়ের ভিত্তিতে সম্পদের মূল্য হিসাব করে। সাধারণত, যখন আমরা জানতে চাই “একটি ব্যবসার বর্তমান মূল্য কত?”, তখন মূলধনিকরণ পদ্ধতি ব্যবহার করি।কিন্তু এটি ভবিষ্যতের টাকার বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতি নয়।
C. অ্যানুইটি (Annuity):
অ্যানুইটি হলো একটি নির্দিষ্ট সময় ধরে সমান পরিমাণ অর্থপ্রবাহ (যেমন প্রতি বছর ১০০০ টাকা পাওয়া l এটি মূলত নির্দিষ্ট সময় ধরে কিস্তির মতো টাকা পাওয়ার বিষয়টি বোঝায়, কিন্তু এটি ভবিষ্যতের টাকার বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতি নয়।
D. চক্রবৃদ্ধি (Compounding):
চক্রবৃদ্ধি মানে হলো আজকের টাকা ভবিষ্যতে কত হবে তা বের করা। ধরুন, আজকের ১০০ টাকা যদি ১০% সুদে রাখি, তাহলে ১ বছর পর সেটি হবে ১১০ টাকা।
এটি ভবিষ্যতে টাকার মূল্য নির্ধারণ করে, কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে ভবিষ্যতের টাকার বর্তমান মূল্য। তাই এটি ভুল উত্তর।

প্রশ্ন ৬৪. মূলধনের কোন উৎস সবচেয়ে ব্যয়বহুল? (Which of the following sources of capital bears the highest cost?)
ক) ইকুইটি মূলধন (Equity Capital)
খ) ব্যাংক ঋণ (Bank Loan)
গ) ঋণ মূলথন (Debt Capital)
ঘ) অগ্রাধিকার শেয়ার (Preference Share)
সঠিক উত্তর: ক) ইকুইটি মূলধন (Equity Capital)

ব্যাখ্যা:
ক) ইকুইটি মূলধন (Equity Capital)
মূলধনের বিভিন্ন উৎসের মধ্যে ইকুইটি মূলধন সবচেয়ে ব্যয়বহুল। এর কারণ হলো, ইকুইটি বিনিয়োগকারীদের উচ্চ রিটার্ন প্রত্যাশা থাকে, কারণ তারা ব্যবসার মালিকানা নেয় এবং সর্বোচ্চ ঝুঁকি বহন করে। যদি ব্যবসা লাভজনক হয়, তবে তারা লভ্যাংশ পায়, আর লোকসান হলে তারা কিছুই পায় না। শেয়ারহোল্ডারদের টাকা ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই, তাই তারা বিনিময়ে বেশি রিটার্ন চায়।
খ) ব্যাংক ঋণ (Bank Loan) – ব্যাংক ঋণ সাধারণত নির্দিষ্ট সুদের হারে নেওয়া হয়, যা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। এটি ইকুইটির তুলনায় কম ব্যয়বহুল কারণ ব্যাংক শুধু সুদ চায়, ব্যবসার মালিকানা চায় না।
গ) ঋণ মূলধন (Debt Capital) – এটি সাধারণত কম খরচে পাওয়া যায় কারণ ঋণদাতারা নির্দিষ্ট সুদের উপর অর্থ প্রদান করে এবং ব্যবসার লাভ-লোকসানের ওপর তাদের অধিকার থাকে না।
ঘ) অগ্রাধিকার শেয়ার (Preference Share) – এটি সাধারণ শেয়ারের তুলনায় কম ব্যয়বহুল কারণ অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে, কিন্তু তারা কোম্পানির সম্পূর্ণ মালিকানা দাবি করতে পারে না।

প্রশ্ন ৬৫. নিচের কোনটি পুঁজিবাজারের উপকরণ নয়? (Which of the folowing is ‍an inatruement capital market?)
ক) ট্রেজারি বিল (Treasury Bill)
খ) বিনিময়যোগ্য আমানক সনদ (Negotiable Certificate of Deposit)
গ) ট্রেজারি বন্ড (Treasury Bond)
ঘ) পুন:ক্রয় চুক্তি (Repurchase Agreement)
সঠিক উত্তর: ঘ) পুন:ক্রয় চুক্তি (Repurchase Agreement)

ব্যাখ্যা: ঘ) পুনঃক্রয় চুক্তি (Repurchase Agreement – Repo)
ব্যাখ্যা:
পুঁজিবাজার (Capital Market) সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়, যেখানে শেয়ার, বন্ড এবং অন্যান্য বিনিয়োগযোগ্য সম্পদ লেনদেন হয়।
ক) ট্রেজারি বিল (Treasury Bill) – এটি স্বল্পমেয়াদি সরকারি ঋণপত্র, যা মানি মার্কেটে (Money Market) লেনদেন হয়, তবে কখনও কখনও এটি দীর্ঘমেয়াদে পরিণত হলে পুঁজিবাজারেও আসতে পারে।
খ) বিনিময়যোগ্য আমানত সনদ (Negotiable Certificate of Deposit – NCD) – এটি একটি স্বল্পমেয়াদি বিনিয়োগ উপকরণ, যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ইস্যু করে। এটি মূলত মানি মার্কেটের অংশ।
গ) ট্রেজারি বন্ড (Treasury Bond) – এটি দীর্ঘমেয়াদি সরকারি ঋণপত্র, যা সাধারণত ১০ বছর বা তার বেশি সময়ের জন্য ইস্যু করা হয়। যেহেতু এটি দীর্ঘমেয়াদে লেনদেন হয়, তাই এটি পুঁজিবাজারের একটি উপকরণ।
ঘ) পুনঃক্রয় চুক্তি (Repo) – এটি মূলত মানি মার্কেটের অংশ, যেখানে স্বল্পমেয়াদে অর্থায়নের জন্য একটি সংস্থা সম্পদ বিক্রি করে এবং নির্দিষ্ট সময়ে পুনরায় কিনে নেয়। এটি পুঁজিবাজারের অন্তর্ভুক্ত নয়।

প্রশ্ন ৬৬. কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে? (K-মূলধন ব্যয়) (Under what circumatance, a project can be accepted (K Cost ofCapital))
ক) IRR>K            খ) IRR>NPV
গ) IRR>0             ঘ) IRR>I
সঠিক উত্তর: ক) IRR>K

ব্যাখ্যা: A. IRR (Internal Rate of Return) হলো প্রকল্প থেকে অর্জিত প্রত্যাশিত রিটার্ন বা লাভের হার। K (Cost of Capital) হলো প্রকল্পে বিনিয়োগ করতে যে খরচ হয় বা বিনিয়োগকারীদের যে রিটার্ন দিতে হয়। কোনো প্রকল্প গ্রহণ করার জন্য এর IRR অবশ্যই মূলধন ব্যয়ের (K) চেয়ে বেশি হতে হবে।
যদি IRR > K হয়, তাহলে প্রকল্প থেকে আসা লাভ বিনিয়োগের খরচের চেয়ে বেশি হবে, তাই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে ।
B. IRR > NPV
NPV (Net Present Value) হলো প্রকল্প থেকে ভবিষ্যতে আসা লাভের বর্তমান মূল্য। সাধারণত, IRR ও NPV-এর তুলনা করা যায় না, কারণ তারা আলাদা জিনিস। তাই এটি ভুল অপশন।
C. IRR > 0
যদি IRR 0 -এর বেশি হয়, এর মানে প্রকল্প লাভজনক হতে পারে, কিন্তু সেটি যথেষ্ট নয়।প্রকল্পে বিনিয়োগ করতে হলে, IRR মূলধন ব্যয়ের (K) চেয়ে বেশি হতে হবে। তাই এটি ভুল উত্তর।

  1. IRR > 1
    IRR শতাংশে প্রকাশ করা হয়, তাই ১-এর বেশি হওয়া কোনো মানদণ্ড নয়।প্রকল্প গ্রহণ করতে হলে, IRR শুধু ১-এর বেশি হলে হবে না, এটি K-এর চেয়ে বেশি হতে হবে।
    তাই সঠিক উত্তর হলো A. IRR > K।

প্রশ্ন ৬৭. নিচের কোন পদ্ধতির বিমায় বিমাগ্রহিতা ও বিমাকারী উত্তয়ই বিমা কেম্পানি? (Under which of the following categories of insurance both the insurer and insured are insurance companies?)
ক) সহ-বিমা (Co-insurance)
খ) পুনঃবিমা (Re-insurance)
গ) যুগ্ম-বিমা (Joint-Insurance)
ঘ) গোষ্ঠী বিমা (Group insurance)
সঠিক উত্তর: খ) পুনঃবিমা (Re-insurance)

ব্যাখ্যা: সঠিক উত্তর:
B. পুনঃবিমা (Re-insurance)
পুনঃবিমা (Re-insurance) এমন একটি পদ্ধতি, যেখানে একটি বিমা কোম্পানি নিজেই অন্য বিমা কোম্পানির কাছে বিমা করায়। অর্থাৎ, বিমাগ্রহিতা ও বিমাকারী উভয়ই বিমা কোম্পানি।
A. সহ-বিমা (Co-insurance) এখানে একাধিক বিমা কোম্পানি মিলে একটি বিমা চুক্তি করে।কিন্তু বিমাগ্রহীতা সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়, বিমা কোম্পানি নয়। তাই এটি ভুল উত্তর।
C. যুগ্ম-বিমা (Joint-Insurance) এটি সাধারণত একাধিক ব্যক্তি বা সংস্থা একসঙ্গে একটি বিমা নিলে হয়। এখানে বিমাগ্রহীতা বিমা কোম্পানি হয় না। তাই এটি ভুল উত্তর।
D. গোষ্ঠী বিমা (Group Insurance) এটি সাধারণত কোম্পানির কর্মচারীদের জন্য করা হয়, যেখানে একটি প্রতিষ্ঠান তার কর্মীদের জন্য বিমা করে।এখানে বিমাগ্রহীতা বিমা কোম্পানি নয়, বরং ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়।তাই এটি ভুল উত্তর।

প্রশ্ন ৬৮. নিচের কোনটি হস্তান্তর যোগ্য ঋণের দলিল নয়? (Which of the following is a not nogotiable instrument?)
ক) ব্যাংক ড্রাফট (Bank Draft)
খ) ব্যাংক নোট (Bank Note)
গ) বিনিময় বিল (Bill of Exchange)
ঘ) প্রতিজ্ঞাপত্র (Promissory Note)
সঠিক উত্তর: খ) ব্যাংক নোট (Bank Note)

ব্যাখ্যা: হস্তান্তরযোগ্য ঋণের দলিল (Negotiable Instrument) বলতে এমন কাগজ বোঝায়, যা সহজেই একজন থেকে অন্যজনের কাছে স্থানান্তর করা যায় এবং যার বিপরীতে অর্থ পরিশোধের নিশ্চয়তা থাকে।
A. ব্যাংক ড্রাফট (Bank Draft) এটি ব্যাংকের দেওয়া একটি লিখিত নির্দেশ, যা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের নিশ্চয়তা দেয়। এটি হস্তান্তরযোগ্য, কারণ এক ব্যক্তি এটি পেয়ে অন্যকে দিতে পারে।
B. ব্যাংক নোট (Bank Note) এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়। ব্যাংক নোট আসলে টাকা বা মুদ্রা, যা কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে। এটি আইনের মাধ্যমে বৈধ লেনদেনের মাধ্যম (Legal Tender) হিসেবে নির্ধারিত হয়। কিন্তু এটি কোনো ঋণের দলিল নয়।
C. বিনিময় বিল (Bill of Exchange) এটি একটি লিখিত দলিল, যেখানে এক ব্যক্তি (দেনাদার) আরেক ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট তারিখে পরিশোধের প্রতিশ্রুতি দেয়।এটি খুব সহজে অন্য কারও কাছে হস্তান্তর করা যায়।
D. প্রতিজ্ঞাপত্র (Promissory Note) এটি একটি লিখিত প্রতিশ্রুতি, যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের অঙ্গীকার করে।এটি হস্তান্তরযোগ্য, কারণ প্রাপক এটি অন্য কারও কাছে হস্তান্তর করতে পারে।
ব্যাংক নোট ঋণের দলিল নয়, এটি একটি মুদ্রা।
তাই সঠিক উত্তর হলো – “B. ব্যাংক নোট”।

প্রশ্ন ৬৯. বাংলাদেশের ব্যাংকগুলি বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? (Which financial instrument is commonly used by banks in Bangladesh to facilitate foreign trade?)
ক) প্রতিজ্ঞাপত্র (Promissory Note)
খ) ট্রেজারি বন্ড (Treasury Bond)
গ) ঋণপত্র (Letter ofCredit)

ঘ) বাণিজ্যিক কাগজ (Commercial Paper)
সঠিক উত্তর: গ) ঋণপত্র (Letter ofCredit)

ব্যাখ্যা: বৈদেশিক বাণিজ্য (Foreign Trade) করতে গেলে আমদানি-রপ্তানিকারকদের মধ্যে বিশ্বাস বা নিরাপত্তার একটা বিষয় থাকে। আমদানিকারক চায়, পণ্য ঠিকমতো আসুক, আর রপ্তানিকারক চায়, টাকা ঠিকমতো পাক। এই ঝুঁকি দূর করতে ব্যাংক ঋণপত্র (Letter of Credit – LC) ব্যবহার করে।
A. প্রতিজ্ঞাপত্র (Promissory Note) এটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধের প্রতিশ্রুতি।এটি ব্যক্তিগত বা ব্যবসায়িক লেনদেনের জন্য হয়, কিন্তু বৈদেশিক বাণিজ্যে সাধারণত ব্যবহৃত হয় না।
B. ট্রেজারি বন্ড (Treasury Bond) এটি সরকার কর্তৃক ইস্যু করা দীর্ঘমেয়াদি ঋণপত্র। এটি বিনিয়োগ বা সরকারি ঋণ সংক্রান্ত বিষয়, কিন্তু বৈদেশিক বাণিজ্যের জন্য নয়।
D. বাণিজ্যিক কাগজ (Commercial Paper) এটি একটি স্বল্পমেয়াদি ঋণের দলিল, যা কোম্পানিগুলো তাদের স্বল্পমেয়াদি তহবিল সংগ্রহের জন্য ইস্যু করে। এটি সাধারণত কর্পোরেট ফাইন্যান্সের জন্য ব্যবহৃত হয়, বৈদেশিক বাণিজ্যের জন্য নয়।

প্রশ্ন ৭০. নিচের কোনটি ইসলামী ব্যাংকিং এ নিষ্টিদ্ধ? (Which ofthe following is prohibitod in Islamic banking?)
ক) ইকুইটি বিনিয়োগ (Equity investment)
খ) মুনাফা ভাগাভাগি চুক্তি (Profit-sharing contracts)
গ) অনুমানমূলক লেনদেন (Speculative transactions)
ঘ) লিজিং চুক্তি (Lonsing Agreements)
সঠিক উত্তর: গ) অনুমানমূলক লেনদেন (Speculative transactions)

ব্যাখ্যা: সঠিক উত্তর: C
C. অনুমানমূলক লেনদেন (Speculative Transactions)
ইসলামী ব্যাংকিং এমন একটি ব্যাংকিং ব্যবস্থা, যেখানে সুদ (Riba), অনিশ্চয়তা (Gharar), ও জুয়া (Maysir) নিষিদ্ধ।
অনুমানমূলক লেনদেন মানে হলো যে লেনদেন খুব বেশি ঝুঁকিপূর্ণ বা যেখানে নিশ্চিতভাবে লাভ বা ক্ষতি অনুমান করা যায় না।সাধারণত শেয়ার বাজারে খুব বেশি ঝুঁকিপূর্ণ বা জুয়ার মতো লেনদেন, ডেরিভেটিভস (Derivatives), ফরেক্স ট্রেডিং ইত্যাদি ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ।
কারণ, এটি “গরার” (Gharar) বা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং “মাইসির” (Maysir) বা জুয়ার মতো হয়ে যাl
A. ইকুইটি বিনিয়োগ (Equity Investment)
ইসলামী ব্যাংক সরাসরি কোম্পানির মালিকানায় বিনিয়োগ করতে পারে। তবে, সেই কোম্পানি যদি হারাম (নিষিদ্ধ) ব্যবসায় যুক্ত থাকে, তাহলে বিনিয়োগ বৈধ নয়।
B. মুনাফা ভাগাভাগি চুক্তি (Profit-sharing contracts – Mudarabah & Musharakah)
ইসলামী ব্যাংক সাধারণত মুদারাবাহ (Mudarabah) ও মুশারাকাহ (Musharakah) নামে দুটি চুক্তির মাধ্যমে বিনিয়োগ করে।
মুদারাবাহ: একজন বিনিয়োগকারী (Rab-al-Mal) টাকা দেয়, আর অন্যজন ব্যবসা পরিচালনা করে। লাভ হলে ভাগ হয়, তবে ক্ষতি হলে বিনিয়োগকারী ক্ষতি বহন করে।
মুশারাকাহ: উভয় পক্ষ টাকা বিনিয়োগ করে এবং লাভ-ক্ষতি ভাগ করে নেয়। এই পদ্ধতিগুলো ইসলামী ব্যাংকিংয়ে অনুমোদিত।
D. লিজিং চুক্তি (Leasing Agreements – Ijarah)
ইসলামী ব্যাংক ইজারা (Ijarah) নামে একটি লিজিং পদ্ধতি ব্যবহার করে, যেখানে ব্যাংক কোনো সম্পত্তি বা সরঞ্জাম ভাড়া দেয় এবং নির্দিষ্ট সময় পর সেটি বিক্রি করতে পারে।
এটি বৈধ, যদি এতে সুদ না থাকে।

প্রশ্ন ৭১. নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ অর্থায়নে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? (Which of the following is an initiative by Bangladesh Bank to encourage smalland medium enterprise financing?)
ক) পুন:অর্থায়ন প্রকয় (Refinance scheme)
খ) রপ্তানি উন্নয়ন তহবিল (Export developnient fund)
গ) কৃষিঋণ ভর্তুকি (Agricultural loan subsidy)
ঘ) সবুজ রূপান্তর তহবিল (Green transformation fund)
সঠিক উত্তর: ক) পুন:অর্থায়ন প্রকয় (Refinance scheme)

ব্যাখ্যা: সঠিক উত্তর:A. পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance Scheme)
বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance Scheme) চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কম সুদে ঋণ নিয়ে এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদান করতে পারে।
এই প্রকল্পের সুবিধাগুলো:
1. কম সুদে ঋণ: বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প সুদে তহবিল দেয়, যাতে তারা এসএমই উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী ঋণ দিতে পারে।
2. নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার: অনেক ক্ষেত্রে নারী উদ্যোক্তারা বিশেষ সুবিধা পান।
3. সারাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা: বিশেষ করে গ্রামীণ ও ছোট ব্যবসাগুলো এই ঋণের সুবিধা পায়।
B. রপ্তানি উন্নয়ন তহবিল (Export Development Fund – EDF)
এটি রপ্তানি খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ, যা মূলত রপ্তানিকারকদের স্বল্প সুদে ঋণ দেয়।SME অর্থায়নের জন্য এটি প্রযোজ্য নয়।
C. কৃষি ঋণ ভর্তুকি (Agricultural Loan Subsidy)
এটি মূলত কৃষকদের জন্য কম সুদে ঋণ সহায়তা দেয়। SME শিল্পের জন্য এটি সরাসরি কার্যকর নয়।
D. সবুজ রূপান্তর তহবিল (Green Transformation Fund – GTF)
এটি মূলত পরিবেশবান্ধব শিল্প স্থাপনে সহায়তা দেয়, বিশেষ করে টেক্সটাইল ও চামড়া শিল্পের জন্য। SME উন্নয়নের জন্য এটি কোনো সরাসরি উদ্যোগ নয়।
বাংলাদেশ ব্যাংকের “পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance Scheme)” SME অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাকি অপশনগুলো অন্য খাতের জন্য প্রযোজ্য।
তাই সঠিক উত্তর হলো –
“A. পুনঃঅর্থায়ন প্রকল্প (Refinance Scheme)”।

প্রশ্ন ৭২. কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? (Which is the main source of bank fund?)
ক) পরিশোধিত মূলধন (Paid up capital)
খ) আমানত (Deposit)
গ) সঞ্চিত তহবিল (Reserved fund)
ঘ) কেন্দ্রীয় ব্যাংকের ঋণ (Borrowing from central bank)
সঠিক উত্তর: খ) আমানত (Deposit)

 ব্যাখ্যা:
B. আমানত (Deposit)
একটি ব্যাংকের মূল কাজ হলো গ্রাহকদের থেকে টাকা (ডিপোজিট) সংগ্রহ করা এবং সেই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ঋণ হিসেবে বিতরণ করা। তাই ব্যাংকের প্রধান তহবিলের উৎস হলো আমানত (Deposit).
A. পরিশোধিত মূলধন (Paid-up Capital):
এটি ব্যাংকের প্রাথমিক মূলধন, যা ব্যাংকের শেয়ারহোল্ডাররা বিনিয়োগ করে।তবে এটি তুলনামূলকভাবে কম পরিমাণ এবং ব্যাংকের মূল কার্যক্রম চালানোর জন্য যথেষ্ট নয়।
C. সঞ্চিত তহবিল (Reserved Fund):এটি ব্যাংকের মুনাফার একটি অংশ, যা ভবিষ্যতের প্রয়োজনে সংরক্ষণ করা হয়। তবে এটি ব্যাংকের মূল ব্যবসা চালানোর জন্য প্রধান উৎস নয়।
D. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ (Borrowing from Central Bank): কেন্দ্রীয় ব্যাংক মাঝে মাঝে বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদী ঋণ দেয়। তবে এটি মূলত জরুরি পরিস্থিতি বা তারল্য সংকট মোকাবিলার জন্য ব্যবহৃত হয়, তাই এটি প্রধান উৎস নয়।
আমানত (Deposit)” ব্যাংকের প্রধান তহবিলের উৎস, কারণ ব্যাংক মূলত আমানত সংগ্রহ করে এবং তা ঋণ হিসেবে বিতরণ করে মুনাফা অর্জন করে। বাকি অপশনগুলো ব্যাংকের তহবিলের অংশ হলেও প্রধান উৎস নয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *