প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ১৭৬ জন শিক্ষার্থী। নির্বাচিত প্রার্থীদের আগামী ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৭:৩০ মিনিটের মধ্যে আইবিএর পরীক্ষার হলে রিপোর্ট করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। আজ ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট জমাদানের সময় যা যা আনতে হবে-
- আসল অ্যাডমিট কার্ড
- একাডেমিক শংসাপত্রের মূল কপি (গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও প্রশংসাপত্র) এ লেভেল/এইচএসসি বা সমমানের এবং ও লেভেল/এসএসসি বা সমমানের
- উল্লিখিত প্রতিটি নথির ফটোকপি আনতে হবে (প্রত্যয়ন প্রয়োজন নেই)।
ঢাবি আইবিএ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৫ দেখুন । DU IBA Admission Result 2025
উল্লেখ্য যে, গত ৩ জানুয়ারি ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। উক্ত পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে মোট ১০ হাজার ২৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীগণ অংশগ্রহন করেন।