Skip to content

১৭ বিশিষ্টজন ও বাংলাদেশ নারী ফুটবল দল পাচ্ছেন একুশে পদক ২০২৫

প্রিয় ভর্তি প্রত্যাশীগণ, একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটি গত ১৯৭৬ সালে চালু হয়। এ পুরষ্কারটি জাতীয় সম্মান ও অনুপ্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনসহ সাহিত্য, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ পুরষ্কারে বিশিষ্টজনদের মনোনীত করা হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এ পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। বিজয়ীরা স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ (৪ লাখ টাকা) পান।

এবছর একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৭ বিশিষ্টজন ও বাংলাদেশ নারী ফুটবল দল। পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন “চলচিত্রে- আজিজুর রহমান (মরণোত্তর),” “সংগীতে- ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা,” “আলোকচিত্রে- নাসির আলী মামুন,” “চিত্রকলায়- রোকেয়া সুলতানা, “সাংবাদিকতায়- মাহফুজ উল্লা (মরণোত্তর),” “ সাংবাদিকতা ও মানবাধিকারে- মাহমুদুর রহমান,” “সংস্কৃতি ও শিক্ষায়- শহীদুল আলম,” “শিক্ষায়- নিয়াজ জামান,” “বিজ্ঞান ও প্রযুক্তিতে- মেহেদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা” “সমাজসেবায়- মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর),” “ভাষা ও সাহিত্যে- হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর),” এবং “গবেষণায়- ঈদুল হাসান।” এছাড়া ক্রীড়ায় “বাংলাদেশ নারী ফুটবল” দলকে একুশে পদক দেয় হবে।

প্রকাশনায়-
Live MCQ
১৪ বিশিষ্টজন ও বাংলাদেশ নারী ফুটবল দল পাচ্ছেন একুশে পদক ২০২৫

বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০২৪

প্রিয় চাকরির প্রত্যাশীগণ, আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্য পুরষ্কার হলো “বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার।” বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পুরষ্কার প্রদান […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *