প্রিয় ভর্তি প্রত্যাশীগণ, একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এটি গত ১৯৭৬ সালে চালু হয়। এ পুরষ্কারটি জাতীয় সম্মান ও অনুপ্রেরণার প্রতীক। ভাষা আন্দোলনসহ সাহিত্য, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান, শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এ পুরষ্কারে বিশিষ্টজনদের মনোনীত করা হয়। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এ পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। বিজয়ীরা স্বর্ণপদক, সম্মাননাপত্র ও নগদ অর্থ (৪ লাখ টাকা) পান।
এবছর একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৭ বিশিষ্টজন ও বাংলাদেশ নারী ফুটবল দল। পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন “চলচিত্রে- আজিজুর রহমান (মরণোত্তর),” “সংগীতে- ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা,” “আলোকচিত্রে- নাসির আলী মামুন,” “চিত্রকলায়- রোকেয়া সুলতানা, “সাংবাদিকতায়- মাহফুজ উল্লা (মরণোত্তর),” “ সাংবাদিকতা ও মানবাধিকারে- মাহমুদুর রহমান,” “সংস্কৃতি ও শিক্ষায়- শহীদুল আলম,” “শিক্ষায়- নিয়াজ জামান,” “বিজ্ঞান ও প্রযুক্তিতে- মেহেদী হাসান খান, রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম, শাবাব মুস্তাফা” “সমাজসেবায়- মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর),” “ভাষা ও সাহিত্যে- হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর),” এবং “গবেষণায়- ঈদুল হাসান।” এছাড়া ক্রীড়ায় “বাংলাদেশ নারী ফুটবল” দলকে একুশে পদক দেয় হবে।
প্রকাশনায়-
Live MCQ
১৪ বিশিষ্টজন ও বাংলাদেশ নারী ফুটবল দল পাচ্ছেন একুশে পদক ২০২৫
