প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এবছর গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীগণ আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে ৬ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবছর আসন রয়েছে মোট ১৭৯৫ টি। এরমধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রয়েছে ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০ টি আসন বরাদ্দ রয়েছে বলে জানানো হয়।
হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-
আবেদন শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনর শেষ সময়: ৩ মার্চ ২০২৫
আবেদন ফি: ১০০০ টাকা (আর্কিটেকচার বিভাগের ক্ষেত্রে অতিরিক্ত ২০০)
প্রবেশপত্র ডাউনলোড: ১৩ এপ্রিল ২০২৫ (পরীক্ষা শুরুর আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে)
ভর্তি পরীক্ষা শুরু: ২১ মার্চ, ২০২৫
ভর্তি পরীক্ষা শেষ: ২৪ এপ্রিল, ২০২৫