প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কৃষি গুচ্ছের ৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল ২০২৫ তারিখে। ভর্তিচ্ছু প্রার্থীগণ আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে ৩৮৬৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। উক্ত কৃষি গুচ্ছের নেতৃত্ব দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গত ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মো. হেলাল উদ্দীন কৃষি গুচ্ছে উপাচার্যদের নিয়ে করা এক সভায় এসকল তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি আরোও জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় ৩%, প্রতিবন্ধী কোটায় ১% এবং উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠির জন্য ১% কোটা বরাদ্দ করা হয়েছে। চলতি বছর কৃষি গুচ্ছের আওতাভুক্ত ৯ টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
কৃষি গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-
আবেদন শুরু: ১৫ ফেব্রিয়ারি ২০২৫
আবেদন শেষ: ১৬ মার্চ ২০২৫
আবেদন ফি: ১২০০ টাকা
আসন সংখ্যা: ৩৮৬৩
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১২ এপ্রিল, ২০২৫ তারিখ সকাল ১১ টা
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য: https://acas.edu.bd