Skip to content

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ | Medical Admission Circular 2024

প্রিয় মেডিকেল ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীগণ আপনাদের জন্য সুসংবাদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গতকাল ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর।

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

অনলাইনে আবেদন শুরুর তারিখ: ১০-১২-২০২৪ তারিখ মঙ্গলবার; সকাল ১০.০০ টা
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ২৭-১২-২০২৪ তারিখ শুক্রবার; রাত ১১:৫৯ মিনিট
অনলাইনে আবেদন ফি জমাদানের শেষ তারিখ: ২৮-১২-২০২৪ তারিখ শনিবার; রাত ১১:৫৯ মিনিট
রঙিন প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করার তারিখ: ১২-০১-২০২৫ তারিখ রবিবার হতে ১৪-০১-২০২৫ তারিখ মঙ্গলবার পর্যন্ত
অনলাইনে আবেদনের লিংক: http://dgme.teletalk.com.bd

এক নজরে মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন

উল্লেখ্য যে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার পরীক্ষাটি  সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রের পরিবর্তে  রাজধানীর আজিমপুরে ইডেন মহিলা কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ)’-এ অনুষ্ঠিত হবে

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি এর আবেদনের যোগ্যতা ও নির্দেশনা

০১. (ক) ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে ২০২৩ সাল অথবা ২০২৪ সালে এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২১ সালের পূর্বে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। (খ) প্রার্থীকে এসএসসি /’ও’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

০২. এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/’এ’ লেভেল/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে।

০৩. উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/ ‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/ ১এ’ লেভেল/সমমান পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

০৪. সকলের জন্যে এইচএসসি/ ‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

০৫. লিখিত ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। লিখিত ভর্তি পরীক্ষায় ১০০ টি প্রশ্নের প্রতিটি ০১ (এক) নম্বর করে মোট নম্বর ১০০ (একশত)। বিষয় ভিত্তিক নম্বর
বিভাজন। জীববিজ্ঞান ৩০; রসায়ন ২৫। পদার্থবিজ্ঞান ২০। ইংরেজি ১৫। সাধারন জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ১০। পরীক্ষার সময়কাল ০১ (এক) ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তয় প্রদানের জন্য ০১ (এক) নম্বর প্রদান করা হবে। কোন প্রশ্নের একাধিক উত্তর প্রদান করলে উত্তরটি স্কুল কণে গণ্য হবে। প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ (চল্লিশ) নম্বরের কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে এমবিবিএস/সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসাবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

০৬. এসএসসি/’ও’ লেভেল/সমমান ও এইচএসসি/এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ (একশত) নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ণ করা হবে। (ক) এসএসসি/’ও’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন ৫০ নম্বর (সর্বোচ্চ)
খ) এইচএসসি/’এ’ লেভেল/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১০ গুন ৫০ নম্বর (সর্বোচ্চ) (

০৭. লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ০৭-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি/’ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/এ’ লেভেল/সমমান পরীক্ষার জিপিএ ভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের
ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।

০৮. পূর্ববর্তী বছরের (২০২৩ সালে) এইচএসসি/এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ০৩ (তিন) নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৩-২০২৪ খ্রি শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ০৬ (ছয়) নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।

০৯. MBBS ভর্তির জন্য online ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েব সাইট www.mefwd.gov.bd, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd. স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট http://dame.teletalk.com.bd

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *