Skip to content

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা কোটার ১৯৩ জনের ফল স্থগিত

প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা কোটার ১৯৩ জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আপনারা জানেন গত  ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার ভিত্তিতে সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫৩৭২ জন শিক্ষার্থী নির্বাচিত করা হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হন ১৯৩ জন শিক্ষার্থী। কোটাধারীদের মধ্যে কম নম্বর পেয়েও চান্স পাওয়ার বিষয়ে সমালোচনা ও বিক্ষোভ শুরু হলে আজ বিকেলে এক সংবাদ মাধ্যমে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন ফলাফল স্থগিত থাকবে বলে জানান।

এ সময় তিনি বলেন এটি প্রাথমিক ফলাফল। ফল স্থগিত করা ১৯৩ জন প্রার্থীর কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। এর জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৭,২৮ এবং ২৯ জানুয়ারি উক্ত শিক্ষার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মন্ত্রণালয়ে আসার নির্দেশনা দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কোন শিক্ষার্থীকে স্থান দেয়ার কোন সুযোগ থাকবে না বলেও জানান তিনি।

এর পূর্বে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা.সায়েদুর রহমান বলেন, কোটা আন্দোলনের প্রেক্ষিতে দেয়া আদালাতের রায় অনুসারে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিত পরিবর্তে সন্তানদের কথা বলা হয়েছিলো। এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষাও দেশের প্রচলিত আইন ও বিধি অনুসারে হয়েছে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের বিষয়টি খুবই অস্বাভাবিক। এখানে মুক্তিযোদ্ধার সন্তান থাকার সম্ভাবনা একেবারে কম এবং এ বিষয়টি যাচাই করা হবে বলে জানান। তিনি আরোও বলেন, এমবিবিএস পরীক্ষায় কোটা থাকবে কিনা এ নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় এটি রাষ্ট্রের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *