প্রিয় ভর্তি প্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এছাড়াও ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ ফি পুনঃনির্ধারণ করে সার্ভিস চার্জসহ ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ৩টি ধাপে চূড়ান্ত আবেদন হবে বলে জানানো হয়। যথাক্রমে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি, ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ও ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন ধাপে চূড়ান্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালের প্রাথমিক আবেদন প্রক্রিয়া গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ হতে শুরু হবার কথা থাকলেও পরবর্তী যথাযথ কারণ সাপেক্ষে উক্ত প্রক্রিয়া স্থগিত করা হয়। পরবর্তীতে আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে রাবিতে স্থগিত ভর্তির প্রক্রিয়ায় প্রাথমিক আবেদন আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত B ইউনিট ১২ এপ্রিল, A ইউনিট ১৯ এপ্রিল ও C ইউনিট ২৬ এপ্রিল সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর-এ অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এসকল তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত-
ভর্তি পরীক্ষা শুরু: ১২ এপ্রিল ২০২৫
ভর্তি পরীক্ষা শেষ: ২৬ এপ্রিল ২০২৫
আবেদন ফি:
- এ ইউনিট (মানবিক)- ১৩২০ টাকা
- বি ইউনিট (বানিজ্য)- ১১০০ টাকা
- সি ইউনিট (বিজ্ঞান)- ১৩২০ টাকা
3 thoughts on “রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ । Rajshahi University Admission Circular 2025”
Good post
ধন্যবাদ।
Jodi Selection kore point dekhe sujog diben tahole amader asa dilen kn …Selection batil kortey parten ar nahole sobay ke akta nirdisto point hole abedon korbe nahole korbena amon kore diten.⁷