প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ রাজশাহী বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়া স্থগিত সংক্রান্ত বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনারা জানেন গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখ হতে শুরু হবার কথা থাকলেও পরবর্তীতে কোন কারণ উল্লেখ না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষনা করেন। এতে পরবর্তী ঘোষনা না দেয়া অব্দি আবেদন প্রক্রিয়া স্থগিত থাকবে বলেও জানানো হয়।
পরবর্তীতে জানা যায় মূলত পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন স্থগিত করে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, পোষ্য কোটা নিয়ে জটিলতার কারণেই প্রাথমিক আবেদন স্থগিত করা হয়েছে। তবে দ্রুত প্রক্রিয়া শেষ করলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব। পুনরায় কবে নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে এ বিষয়েও এখন অব্দি কোন সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে প্রশাসনের বক্তব্য অনুযায়ি নির্দিষ্ট সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর পূর্বে শিক্ষার্থীদের আন্দলোনের মুখে গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করার ঘোষনা দেন। এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারেই যথাযথ ভাবে বাতিলকৃত সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
পরবর্তীতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গত ৬ জানুয়ারি থেকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ। এ বিষয়ে প্রশাসনিক আলোচনার পরও তাঁরা নিজেদের দাবিতে অনঢ় থাকেন এবং দাবি না মানলে পরীক্ষা পরিবহন সহ জরুরি পরিষেবা বন্ধেরও হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁরা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, পূর্ণদিবস কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে তাঁরা বলছেন পৌষ্য কোটা সকল অযৌক্তিক কোটার বিরুদ্ধে। পৌষ কোটায় তাঁদের সন্তানেরা যে সুবিধা পেতেন তা কোন কোটা নয় এটি তাদের প্রাতিষ্ঠানিক অধিকার। এছাড়া অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক অধিকার বহাল আছে। ন্যায্য এ দাবি পূরণ না হলে অসহযোগ আন্দোলনে যাওয়ার কথাও বলেন তাঁরা।
জানা যায় গত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ৪ শতাংশ পোষ্য কোটায় বরাদ্দ ছিলো। তবে ৫ আষ্টের আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন উক্ত কোটায় ১ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করে। তবে এ সিদ্ধান্ত শিক্ষার্থীরা না মানার ফলে গত ১ জানুয়ারি শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটায় ১ শতাংশ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে এতেও শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেনএবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীগণ। এতে আটকে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই সহ-উপাচার্য, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসকসহ দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। প্রায় ১২ ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকার পর সেই রাতেই পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব।
এদিকে আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
You may also like
প্রিয় শিক্ষার্থীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি […]
প্রিয় ভর্তি পরীক্ষার্থীগণ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা কোটার ১৯৩ জনের ফল স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আপনারা জানেন গত ১৭ জানুয়ারি […]
প্রিয় শিক্ষার্থীগণ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে […]