সর্বশেষ আপডেট: ০৭-১১-২০২৪
পণ্য ক্রয় নীতি:
– ব্যবহারকারীগণ Live Admissions™ প্ল্যাটফর্ম-এর পরীক্ষাসহ অন্যান্য সকল সেবার উপযোগিতা উপভোগ করার জন্য সংশ্লিষ্ট ফি প্রদানের মাধ্যমে বিভিন্ন মেয়াদের নিয়মিত প্যাকেজ ক্রয় করতে পারবেন। প্যাকেজ ক্রয় সম্পন্ন হলে উক্ত ফি পরবর্তীতে আর ফেরতযোগ্য বলে বিবেচিত হবে না।
– CrackTech™ Limited-এর যেকোনো সার্ভিস ক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেনের জন্য ব্যাংক ও মোবাইল ব্যাংকিং মাধ্যমগুলোর অফিসিয়াল পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হয়। তাই, আমাদের অ্যাপ বা সাইটে যেকোনো লেনদেন সম্পূর্ণ নিরাপদ।
– আমাদের অ্যাপ বা সাইটের অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নে ভুল থাকলে তা সাধারণত পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সংশোধন করা হয়। ভুল প্রশ্ন, উত্তর সংশোধন বা প্রশ্ন বাতিলের সাথে ফি ফেরত প্রদানের কোন সম্পর্ক নেই। অর্থ্যাৎ প্যাকেজ একবার ক্রয় করা হলে এবং যেকোন পরিস্থিতিতে উক্ত ফি অ-ফেরতযোগ্য বিবেচিত হবে।
– ব্যবহারকারীগণকে যথাযথ সেবা প্রদানের নিমিত্তে CrackTech™ Limited কর্তৃপক্ষ যেকোনো সময় পরীক্ষার রুটিন বা কারিকুলামে পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
প্রত্যর্পণ (Refund) নীতি:
– যেকোনো পরিস্থিতিতে প্রতারণা বা শালীনতার কোনো লঙ্ঘন হলে, উক্ত লঙ্ঘণের সাথে জড়িত যেকোনো ব্যবহারকারীকে নিষিদ্ধ করার সম্পূর্ণ কর্তৃত্ব CrackTech™ Limited কর্তৃপক্ষের থাকবে। সেই পরিস্থিতিতে, ব্যবহারকারীর সাবস্ক্রাইব করা প্যাকেজের যতটুকু অংশ অবশিষ্ট রয়েছে (সময় বা মেয়াদের হিসাবে), সেই পরিমাণ অর্থ ব্যবহারকারীকে ফেরত (Refund) দেওয়া হবে।
– উপর্যুক্ত পরিস্থিতি ব্যতীত, Live Admissions™ প্ল্যাটফর্ম-এ করা যেকোন পেমেন্ট অফেরতযোগ্য; যদি না এমন কোন প্রমাণ থাকে যে, যার জন্য ব্যবহারকারী আমাদেরকে অর্থ প্রদান করেছেন (এই ক্ষেত্রে, পরীক্ষার প্রশ্ন) সেই পরিসেবা প্রদান করতে আমরা কর্তৃপক্ষ অসমর্থ হয়েছি।
– CrackTech™ Limited-এ নতুন পরিসেবা সংযুক্ত হলে এবং প্রয়োজন হলে এই প্রত্যর্পণ (Refund) নীতির পরিবর্তন করা হবে।
যোগাযোগ করুন:
এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন: ইমেইল: contact@cracktech.org
ফোন: +8801701377322
©CrackTech™ Limited
RJSC রেজিস্ট্রেশন নং: C-180637
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নিবন্ধক দ্বারা নিবন্ধিত।